যোগায় মন কলকাতার কর্পোরেটদের, কাল পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস
স্বয়ং প্রধানমন্ত্রীর আহ্বান। দেশজুড়ে তাই যোগ উত্সবের হিড়িক। জিম, মর্নিং ওয়াকের জায়গায় এখন তাই কপালভাতি আর প্রাণায়মের ধূম। বাদ নেই কর্পোরেট হাউসগুলোর। অফিসের সামনে আন্তর্জাতিক যোগ দিবসের ব্যানার। আর অফিস কর্মীরা সময় বার করে ছুটছেন ট্রেনারের কাছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়।
ওয়েব ডেস্ক: স্বয়ং প্রধানমন্ত্রীর আহ্বান। দেশজুড়ে তাই যোগ উত্সবের হিড়িক। জিম, মর্নিং ওয়াকের জায়গায় এখন তাই কপালভাতি আর প্রাণায়মের ধূম। বাদ নেই কর্পোরেট হাউসগুলোর। অফিসের সামনে আন্তর্জাতিক যোগ দিবসের ব্যানার। আর অফিস কর্মীরা সময় বার করে ছুটছেন ট্রেনারের কাছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। শহরজুড়ে গত এক মাসে তাই যোগ শিবিরের আয়োজন ছিল চোখে পড়ার মতো। এবার সেই জোয়ারে ভাসল কর্পোরেট সংস্থাও। সরকারি, বেসরকারি অফিসগুলোয় কর্মীদের যোগাভ্যাসে উত্সাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্পোরেট সংস্থা এবং বণিকসভাগুলি।
প্রতিযোগিতার বাজারে পাল্লা দিতে মানসিক চাপ বাড়ছে। দিনদিন বাড়ছে অসুস্থতা। কিন্তু ভারতে যোগ সাধনার ইতিহাস তো আজকের নয়। তাহলে হঠাত্ এমন হিড়িক? সবটাই কী মোদি ম্যাজিক?
রাতারাতি স্বাস্থ্য সচেতনতার এই ভোল বদল চমকে দেওয়ার মতোই।