গণআত্মহত্যার হুমকি চালকদের, বেসরকারি বাসের মতোই ভর্তুকি চায় হলুদ ট্যাক্সিও

প্যাকেজ না হলে না হলে চালকদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমল গুহ। 

Reported By: অয়ন ঘোষাল | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 30, 2020, 07:41 PM IST
গণআত্মহত্যার হুমকি চালকদের, বেসরকারি বাসের মতোই ভর্তুকি চায় হলুদ ট্যাক্সিও
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বেসরকারি বাস নিয়ে সমস্যা কাটেনি। বেসরকারি বাস এবং মিনিবাসের মালিক সংগঠন ইতিমধ্যেই পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে। অপর একটি সংগঠনও শর্ত আরোপ করেছে। তিন সংগঠনেরই বক্তব্য-ভাড়া বৃদ্ধি করতেই হবে। এই অবস্থায় এবার হলুদ ট্যাক্সিতেও ভাড়া বৃদ্ধির দাবি উঠল। এমনিতে সাধারণ কাজের দিনে শহরে ১২ হাজার ট্যাক্সি চলে। 

আরও পড়ুন: জরুরি পরিষেবা দিতে রাজি মেট্রো, মুখ্যমন্ত্রীর অনুরোধে শেষপর্যন্ত সিদ্ধান্ত বদল

সপ্তাহের শুরু দিন, আজ শহরে ট্যাক্সি নেমেছে মাত্র আট হাজার। বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের অভিযোগ- বার বার আবেদনের পরেও ট্যাক্সির ভাড়া বাড়েনি রাজ্যে। এবার বাসের মতো চালকদের জন্যও প্যাকেজ দাবি করল ট্যাক্সি সংগঠন। প্যাকেজ না হলে না হলে চালকদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমল গুহ। 

.