মহাকরণে বিলুপ্তির কোপে সরকারি কর্মচারী ইউনিয়ন অফিস

শীঘ্রই শুরু হচ্ছে মহাকরণ সংস্কারের কাজ। ভাঙা পড়তে চলেছে বেশ কয়েকটি ব্লক। বিলুপ্তির কোপে সরকারি কর্মচারী ইউনিয়ন অফিস। বিকল্প ইউনিয়ন রুমের দাবি উঠলেও সরকার নারাজ। বেজায় ক্ষুব্ধ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বড়সড় আন্দোলনে নামার হুমকি।

Updated By: Feb 11, 2015, 09:08 AM IST

ওয়েব ডেস্ক: শীঘ্রই শুরু হচ্ছে মহাকরণ সংস্কারের কাজ। ভাঙা পড়তে চলেছে বেশ কয়েকটি ব্লক। বিলুপ্তির কোপে সরকারি কর্মচারী ইউনিয়ন অফিস। বিকল্প ইউনিয়ন রুমের দাবি উঠলেও সরকার নারাজ। বেজায় ক্ষুব্ধ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বড়সড় আন্দোলনে নামার হুমকি।

মহাকরণ সংস্কারের কারণে গত বছর অক্টোবরে রাজ্য সরকারের ১১টি দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। বাকি দফতরগুলি পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের অন্যান্য অফিসে। সেই সময় সরকারের তরফে কোঅর্ডিনেশন কমিটি সহ সরকারি কর্মচারী ইউনিয়নগুলির নেতৃত্বকে জানানো হয়, মহাকরণ সংস্কারের জন্য ভাঙা পড়বে বেশ কয়েকটি ব্লক। যে ব্লকে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলির অফিস ভাঙা পড়বে সেই ব্লকও। ইউনিয়নগুলির তরফে সেই সময় রাজ্য সরকারকে জানানো হয়, যেহেতু ইউনিয়নের দফতরে রয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ নথি, তাই বিকল্প ইউনিয়ন রুমের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।

তবে বিকল্প ইউনিয়ন রুমের দাবি সম্পর্কে  এতদিন কিছুই জানায়নি রাজ্য। আগামী কয়েকদিনের মধ্যেই মহাকরণের ওই ব্লকগুলি ভাঙার কাজ শুরু হবে। তার আগে সোমবার বৈঠকে বসেন পূর্ত দফতরের কর্তারা। বৈঠকের পর ইউনিয়ন নেতৃত্বকে জানানো হয়, বিকল্প ইউনিয়ন রুমের ব্যবস্থা করতে পারবে না রাজ্য সরকার। এমনকি মহাকরণ সংস্কারের কাজ শেষ হওয়ার পরও ইউনিয়ন অফিস আদৌ দেওয়া হবে কি না তাও বিবেচনা করে দেখা হবে।

ইউনিয়ন অফিস ফিরিয়ে দেওয়ার বিষয়টি রাজ্য সরকার অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ সরকারি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্য, গত শতাব্দীর ষাটের দশক থেকেই মহাকরণে চালু  রয়েছে ইউনিয়ন অফিসগুলি।  মহাকরণ সংস্কার শেষ হলে সরকারকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ইউনিয়ন অফিস, এই দাবি জানিয়েছেন তাঁরা।  ইউনিয়ন অফিস দেওয়া না হলে বড়সড় আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব।

.