মহাকরণ ফিরছে মহাকরণেই?

ফের মহাকরণেই ফিরতে চলছে মহাকরণ। ২০১৩ সালের অক্টোবর মাসে মহাকরণ স্থানান্তর করা হয় নবান্নে। কিন্তু ১৪ মাসে সংস্কারের কাজের গতি না আসায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jan 19, 2015, 11:27 PM IST
মহাকরণ ফিরছে মহাকরণেই?

ওয়েব ডেস্ক: ফের মহাকরণেই ফিরতে চলছে মহাকরণ। ২০১৩ সালের অক্টোবর মাসে মহাকরণ স্থানান্তর করা হয় নবান্নে। কিন্তু ১৪ মাসে সংস্কারের কাজের গতি না আসায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, শুধু ভারি শিল্পই নয়, অ্যাগ্রো ইন্ড্রাস্টিজেও বিনিয়োগ করতে শিল্পোদ্যোদীদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ  কোল্ড স্টোরেজ ওনারস অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পিপিপি মডেলে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, জমি চিহ্নিত করার কাজ সেরে ফেলেছে রাজ্য সরকার। আলাদা করে জমি কেনারও দরকার নেই শিল্পপতিদের। সরকারের দেওয়া জমিতে মাছ চাষ, কোল্ড স্টোরেজ ও কিষাণ মান্ডি তৈরির মতো কাজে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

.