সম কাজে সম বেতনের দাবি, চিত্তরঞ্জন হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

 ঠিকাদার সংস্থার এক আধিকারিককে মারধরের অভিযোগ। 

Updated By: Jul 15, 2021, 02:31 PM IST
 সম কাজে সম বেতনের দাবি, চিত্তরঞ্জন হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: মাসের অর্ধেক হয়ে গেলেও এখনও মেলেনি বেতন। মাসের পর মাস বাড়ছে না মজুরি। ন্যায্য বেতন থেকে বঞ্চিত তাঁরা ইত্যাদি নানাবিধ অভিযোগে বৃহস্পতিবার চিত্তরঞ্জন হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। । 

তাঁদের অভিযোগ, জুলাই মাসের ১৫ তারিখ হয়ে গেলেও এখনও মেলেনি বেতন। দিনের পর দিন কেটে গেলেও মজুরি বাড়ছে না। যে ঠিকাদার সংস্থার হয়ে তাঁরা কাজ করে, সেই সংস্থা তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। প্রয়োজনের তুলনায় কম সংখ্যক কর্মী দিয়ে কাজ করানো হচ্ছে। সম কাজে সম বেতন দেওয়া হচ্ছে না। 

আরও পড়ুন: JMB ছাড়াও আর জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ নাজিউরের, NIA-IB জেরায় প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য

আরও পড়ুন: JMB কাণ্ডে বড় সাফল্য STF-এর, গ্রেফতার জঙ্গিদের এক লিঙ্কম্যান

এদিন সকাল থেকে হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন অস্থায়ী কর্মীরা। পুরুষ মহিলা নির্বিশেষে জড়ো হন তাঁরা। সূত্রের খবর, আন্দোলন চলাকালীন ঠিকাদার সংস্থা বা এজেন্সির এক আধিকারিক তাঁদের বোঝাতে আসেন। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ঠিকাদার সংস্থার ওই আধিকারিককে মারধর করেন বিক্ষোভকারীরা। কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। পরে সুপারের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। সুপারের আশ্বাসে আন্দোলন তুলে নেন। তবে, আগামিদিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

.