চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে কাঠগড়ায় কলকাতার নামী হাসপাতাল কর্তৃপক্ষ

চিকিত্সায় গাফিলতির অভিযোগে এবার কাঠগড়ায় উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, ভুল চিকিত্সায় হাসপাতালে মৃত্যু হয়েছে পেশায় চিকিত্সক এক রোগীর।

Updated By: May 8, 2012, 04:06 PM IST

চিকিত্সায় গাফিলতির অভিযোগে এবার কাঠগড়ায় উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, ভুল চিকিত্সায় হাসপাতালে মৃত্যু হয়েছে পেশায় চিকিত্সক এক রোগীর।
গত পয়লা মে কিডনিতে স্টোন নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিত্সক জয়ন্ত বিশ্বাস। ২ মে তাঁর অস্ত্রোপচার করেন অর্ণবকৃষ্ণ দেব। রোগীর আত্মীয়দের অভিযোগ, এরপর থেকে লাগাতার ১৩ ঘন্টা ধরে রক্তক্ষরণ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি হাসপাতালের তরফে। গত ৫ তারিখ ব্রেন ডেড ঘোষণা করে জয়ন্তবাবুকে ভেন্টিলিশনে রাখা হয়। এরপর সোমবার রাত ১১ টা নাগাদ জয়ন্ত বিশ্বাসকে মৃত বলে ঘোষণার পরে ক্ষোভে ফেটে পড়েন তাঁর আত্মীয় পরিজনরা।
একমাত্র কোনও ইউরো সার্জারি বিশেষজ্ঞই কিডনিতে অস্ত্রোপচার করতে পারেন। জয়ন্তবাবুর সহকর্মী চিকিত্সকদের অভিযোগ,  এক্ষেত্রে অর্ণবকৃষ্ণ দেব ইউরো সার্জারি বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও অস্ত্রোপচার করেন জয়ন্তবাবুর।  ইতিমধ্যেই উডল্যান্ডস কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে আলিপুর থানায় এফআইআরও দায়ের করেছে মৃত জয়ন্তবাবুর পরিবার।

.