নারীদের ওপর অত্যাচারে শীর্ষে পশ্চিমবঙ্গ

নারীদের ওপর অত্যাচারে দেশের মধ্যে শীর্ষে  পশ্চিমবঙ্গ। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে।  রিপোর্ট বলছে, দুহাজার বারো সালে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের সংখ্যা ৩,৯৪২। সারা দেশের নিরিখে যা ১২.৬৭ শতাংশ। আশঙ্কাজনকভাবে বেড়েছে কলকাতা শহরের অপরাধের ঘটনাও। রিপোর্ট বলছে গত একবছরে শুধু কলকাতা শহরেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০৭৩টি।

Updated By: Jun 12, 2013, 03:00 PM IST

নারীদের ওপর অত্যাচারে দেশের মধ্যে শীর্ষে  পশ্চিমবঙ্গ। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে।  রিপোর্ট বলছে, দুহাজার বারো সালে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের সংখ্যা ৩,৯৪২। সারা দেশের নিরিখে যা ১২.৬৭ শতাংশ। আশঙ্কাজনকভাবে বেড়েছে কলকাতা শহরের অপরাধের ঘটনাও।
রিপোর্ট বলছে গত একবছরে শুধু কলকাতা শহরেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০৭৩টি।
এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণ,ডাকাতির ঘটনা। গত একবছরে কলকাতায় খুন বেড়েছে ৫৭.৪ শতাংশ। ধর্ষণ বেড়েছে ৪৭.৮ শতাংশ। অপহরণের সংখ্যাও রীতিমতো উদ্বেগের। অপহরণ বেড়েছে ৮৩.১ শতাংশ। সামগ্রিকভাবে কলকাতায় অপরাধ বেড়েছে ৪৭.৯ শতাংশ। রিপোর্টে দেখা যাচ্ছে গত এক বছরে অন্যান্য মেট্রোপলিটন শহরের থেকে  কলকাতায় অপরাধের ঘটনা বেড়েছে দ্রুতহারে।
Slide show দেখতে ক্লিক করুন এখানে

.