Kolkata: কলকাতায় এবার দোকানে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার ব্যবসায়ী...
পুলিস সূত্রের খবর, ধৃতের নাম সুমিত আগরওয়াল। বাড়ি, হাওড়ায়। পেশায় তিনি ব্য়বসায়ী। আকড়া রোডের এওয়ান মার্কেটের দোকান চালান সুমিত। অভিযোগ, সেই দোকানের বছর তেইশের ওই তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত। কবে? জুলাই মাসের শেষে দিকে। পরিবারে লোকেদের দাবি, ঘটনার কথা কাউকে জানালে নির্যাতিতা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সেকারণে বাড়িতে কিছু বলেননি ওই তরুণী।
![Kolkata: কলকাতায় এবার দোকানে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার ব্যবসায়ী... Kolkata: কলকাতায় এবার দোকানে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার ব্যবসায়ী...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/11/491595-trararara.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ধর্ষণ, সঙ্গে প্রাণনাশের হুমকিও! গ্রেফতার অভিযুক্ত। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার করা হল এসএসকেএম হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রের খবর, ধৃতের নাম সুমিত আগরওয়াল। বাড়ি, হাওড়ায়। পেশায় তিনি ব্য়বসায়ী। আকড়া রোডের এওয়ান মার্কেটের দোকান চালান সুমিত। অভিযোগ, সেই দোকানের বছর তেইশের ওই তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত। কবে? জুলাই মাসের শেষে দিকে। পরিবারে লোকেদের দাবি, ঘটনার কথা কাউকে জানালে নির্যাতিতা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সেকারণে বাড়িতে কিছু বলেননি ওই তরুণী।
বিষয়টি জানার পর মঙ্গলাবার ওয়াটগঞ্জ থানায় অভিযোগ জানান নির্যাতিতার বাবা। সেদিন রাতেই অভিযুক্তকে ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) ধারায় ধর্ষণ, ও ৭৪/৩৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আরজি করকাণ্ডে প্রতিবাদে পথে নেমেছেন শহরবাসী। আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে রাজপথে। দোষীদের শাস্তির দাবিতে যখন জোরালো হচ্ছে, তখনই ফের ধর্ষণের ঘটনা ঘটল কলকাতায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)