পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে শীত এখন দূর অস্ত

শারদোত্‍সব শেষ। হিমেল হাওয়ায় রাজ্যে শীত শীত ভাব। কিন্তু শীত আসবে কবে? এ প্রশ্নের জবাবে কোনও সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। বরং হাওয়া অফিসের বক্তব্য, শীত দূর অস্ত, হেমন্তের হিমেল হাওয়াও এবার উধাও হতে চলেছে রাজ্য থেকে। দিনের বেলা রোদের বদলে মিলতে পারে মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে।

Updated By: Oct 29, 2015, 08:39 AM IST
পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে শীত এখন দূর অস্ত

ওয়েব ডেস্ক: শারদোত্‍সব শেষ। হিমেল হাওয়ায় রাজ্যে শীত শীত ভাব। কিন্তু শীত আসবে কবে? এ প্রশ্নের জবাবে কোনও সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। বরং হাওয়া অফিসের বক্তব্য, শীত দূর অস্ত, হেমন্তের হিমেল হাওয়াও এবার উধাও হতে চলেছে রাজ্য থেকে। দিনের বেলা রোদের বদলে মিলতে পারে মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে।

এজন্য দায়ী উত্তর ভারত থেকে বয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝা। যা ঝাড়খণ্ডের দিক থেকে রাজ্যে ঢুকবে। এর সঙ্গে জুড়তে পারে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। দুয়ের চাপে হেমন্ত কোণঠাসা। আকাশে মেঘ ঢোকায় রাতের দিকে বাড়বে ভ্যাপসা গরম। থমকে যাবে উত্তুরে হাওয়া। উধাও হয়ে যাবে ঠাণ্ডা ভাবটুকুও।

.