সাড়া জাগিয়েও অবশেষে রাজ্যে অনিশ্চিত শীত
সাড়া জাগিয়ে ব্যাটিং শুরু করেও, অবশেষে রিটায়ার্ড হার্ট। রাজ্যে অনিশ্চিত হয়ে পড়ল শীত। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আর নামবে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনও সর্বনিম্ন তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করবে।
ওয়েব ডেস্ক : সাড়া জাগিয়ে ব্যাটিং শুরু করেও, অবশেষে রিটায়ার্ড হার্ট। রাজ্যে অনিশ্চিত হয়ে পড়ল শীত। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আর নামবে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনও সর্বনিম্ন তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করবে।
আরও পড়ুন- এবার পণ্য পরিবহণেও কলকাতার ট্রাম
সকালের দিকে থাকবে, ঘন কুয়াশা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সবে শীতের কাঁপন অনুভব করতে শুরু করেছিল শহর। বের হতে শুরু করেছিল লেপ-কম্বল। রাজ্যবাসীর আশা ছিল, এবার প্রথম থেকেই শীতের ঝোড়ো ইনিংস দেখা যাবে। কিন্তু শুরুতেই সেই আশায় জল। থমকে গেল শীত। এবার প্রশ্ন একটাই, আদৌ কি জাঁকিয়ে পড়বে শীত।