উত্সবের আনন্দ কি মাটি করবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

Updated By: Sep 19, 2017, 11:38 AM IST
উত্সবের আনন্দ কি মাটি করবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

ওয়েব ডেস্ক: যাই - যাই করেও থেকে যাওয়া বৃষ্টি আর আর মাঝে মধ্যে মেঘ সরিয়ে ওঠা রোদের লুকোচুরির মাঝেই দেবী এবার বন্দনার প্রস্তুতি। আগমনীর সুর বেজে উঠেছে মনের কোনে। মহালয়ার ভোরেই বৃষ্টি কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও আবার বেশ ভালোরকমই বৃষ্টি হয়েছে। ফলে চিন্তায় পড়ে গিয়েছেন মানুষ-জন। তাহলে কি উত্সবের আনন্দ মাটি করবে বৃষ্টি?  আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। গয়া থেকে দিঘা পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ফলে মেঘ-রোদের লুকোচুরি খেলা চলবেই।

দেবীপক্ষের সূচনায় প্রথা মেনে পূর্ব পুরুষকে স্মরণ রাজ্যের প্রতিটি কোণায়

মহিষাসুরমর্দিনী রচয়িতা বাণীকুমার ভট্টাচার্যের মূর্তি উন্মোচন করলেন অরূপ রায়

.