মন্ত্রিসভার পুজোর লড়াই

মন্ত্রীদের মধ্য শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। যত দিন এগোচ্ছে ততই বাড়ছে রেষারেষি।  এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন।  কারণ সামনেই পুজো। আর এ লড়াই, পুজোর লড়াই।

Updated By: Aug 3, 2014, 08:51 PM IST
মন্ত্রিসভার পুজোর লড়াই

কলকাতা: মন্ত্রীদের মধ্য শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। যত দিন এগোচ্ছে ততই বাড়ছে রেষারেষি।  এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন।  কারণ সামনেই পুজো। আর এ লড়াই, পুজোর লড়াই।

পুজোর এই হোর্ডিং বুঝিয়ে দিচ্ছে শিক্ষামন্ত্রী নিজেকে এক নম্বরেই রাখছেন। আর অন্য মন্ত্রীরা তার থেকে বেশ পিছিয়ে।  নাকতলা উদয়ন সংঘ এবার বেশ কিছুদিন আগেই নিজেদেরকে ফার্স্ট হওয়ার সার্টিফিকেট দিয়েছে। পিছিয়ে নেই অন্য মন্ত্রীরাও।  অরুপ বিশ্বাসও প্রতিযোগিতায়  নিজেকে    এগিয়ে রাখছেন। তবে অন্য স্টাইলে।   ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এই লড়াইকে গট আপ বলতেও ছাড়ছেন না।

লড়াইয়ের ময়দানে শত্রু শিবির কীভাবে এগোচ্ছে তা জানতে আগ্রহী সব মন্ত্রী। যুব কল্যাণমন্ত্রী   ভোটের লড়াইয়ের সঙ্গেই তুলনা টানলেন পুজোর লড়াইয়ের। আর ক্রীড়ামন্ত্রী তাঁর পোস্টারে সাবধানবাণী শোনাচ্ছেন অন্য মন্ত্রীদের। জমে উঠেছে প্রতিযোগিতা। তবে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে।

 

.