নির্দেশিকা জারি হলেও রাস্তায় নেই সরকারি-বেসরকারি বাস, চরম দুর্ভোগে যাত্রীরা
গোটা প্রায় ৩ হাজার সরকারি বাস নামার কথা। কলকাতাতেই বাস নামার কথা ৮০০।
নিজস্ব প্রতিবেদন: পয়লা জুলাই থেকে পথে নামবে সরকারি ও বেসরকারি বাস, আনলক নিয়মে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা প্রায় ৩ হাজার সরকারি বাস নামার কথা। কলকাতাতেই বাস নামার কথা ছিল ৮০০। কিন্তু সকাল থেকেই শহরে 'বাস-চিত্র' একেবারেই অন্য।
গড়িয়া থেকে একাধিক ডিপোতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও, দেখা নেই বাস কর্মী- চালকদের। শুধু সরকারি নয়, পথে নেই বেসরকারি বাস, মিনিবাসও। বৃহস্পতিবার থেকে বাস পরিষেবা চালু হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে এমনটাই জানান হয়েছিল। সেই আশাতেই এদিন বাস স্টপে আসেন যাত্রীরা৷ কিন্তু বাস না চলায় চরম হয়রানির মুখে পড়তে হয়েছে তাদের।
আরও পড়ুন, কলকাতায় আনা হল ধৃত চিনা নাগরিককে, উত্তরপ্রদেশ STF-এর হেফাজতে হান
ধর্মতলাতে আন্তঃজেলা বাস পরিষেবাও বিঘ্নিত হয়েছে। এদিকে পয়লা জুলাই চিকিৎসক দিবস হিসেবে রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে মমতা প্রশাসন। এর ফলে সরকারি বাস কর্মী চালকেরা অনেকেই আসতে পারেননি বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, শহরে পেট্রোল-ডিজিলের দাম আকাশছোঁয়া হওয়ায় বাস ভাড়া বৃদ্ধিরও ডাক দেন বেসরকারি বাস সংগঠন-মালিকেরা। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত জানান হয়নি।
এদিকে, বৃহস্পতিবার থেকে রাজ্যে বাস চলাচল নিয়ে দিলীপ ঘোষ বলেন, ৫০হাজার বাসের দরকার আছে যদি ট্রেন যদি না চলে। গ্রাম থেকে কলকাতার বাইরের লোক আসতে পারছে না৷ বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে সমস্যা রয়েছে। ট্রেন চলাচল আগে শুরু করা উচিত ছিল।