প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল, পাসের হার ১০০ শতাংশ

আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে

Updated By: Jul 23, 2021, 01:44 PM IST
প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল, পাসের হার ১০০ শতাংশ

নিজস্ব প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকের পর এবার প্রকাশিত হল রাজ্য হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। পাসের হার একশো শতাংশ। হাই মাদ্রাসা ছাড়াও আলিম ও ফাজিলেও পাস করেছেন একশো শতাংশ পরীক্ষার্থী।

আরও পড়ুন-Tokyo Olympics: তিরন্দাজির বাছাই পর্বে নবম স্থান পেলেন Deepika, নজরে বাংলার Atanu

উল্লেখ্য, এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছেলেদের সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও মেয়েদের সংখ্যা ছিল ৩৯,৯৩১।  এরা সবাই পাস করেছেন।

আরও পড়ুন-Birati Murder: তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই মাদ্রাসার ক্ষেত্রে গতবছর পাসের হার ছিল ৬৮.১৫ শতাংশ, আলিমে পাসের হার ছিল ৮৮.৫৬ ও ফাজিলে পাসের হার ছিল ৮৯.৫৬ শতাংশ। সেদিক থেকে দেখতে গেলে এবার পাস হার খুবই ভালো।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.