RG Kar Incident:নিরাপত্তা নিয়ে এবার জারি নির্দেশিকা, কাজে কি ফিরছেন জুনিয়র ডাক্তাররা?

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে এবার স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। একগুচ্ছ নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন মুখ্যসচিব রাজেশ পন্থ। বিশেষ দায়িত্ব দেওয়া হল রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্তকে।

Updated By: Sep 19, 2024, 09:16 PM IST
RG Kar Incident:নিরাপত্তা নিয়ে এবার জারি নির্দেশিকা, কাজে কি ফিরছেন জুনিয়র ডাক্তাররা?

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে এবার স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। একগুচ্ছ নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন মুখ্যসচিব রাজেশ পন্থ। বিশেষ দায়িত্ব দেওয়া হল রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্তকে।

আরও পড়ুন:  Corruption in Health Department: 'স্বাস্থ্য দফতরের সবচেয়ে বেশি টেন্ডার দেওয়া হয়েছে ভাইপোর আত্মীয়ের কোম্পানিকে'

গতকাল, বুধবার নবান্নে সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন মুখ্যসচিব রাজেশ পন্থ।  সূত্রের খবর, বৈঠকে রাজ্য়ের সমস্ত মেডিক্যাল কলেজে চিকিত্‍সকদের রেস্টরুম ও নিরাপত্তার দাবিতে সরব হন চিকিত্‍সকরা। অধিকাংশই দাবি মেনে নেয় সরকার, তবে কিছুটা সময় চান মুখ্যসচিব। মহিলা চিকিত্‍সকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। পাল্টা সার্কুলার জারি দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন:  Kalatan Dasgupta: ভাইরাল অডিয়ো কাণ্ডে অবেশেষে জামিন কলতান দাশগুপ্তের, মিলল রক্ষাকবচ

এর আগে, সোমবার আন্দোলনকারীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা, এমনকী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও সরানোর দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আমরা ওদের বোঝালাম, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া হয়, তাহলে প্রশাসন চলবে কী করে'।

এদিকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে পরেও কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। নিজেদের দাবিদাওয়া জানিয়ে ফের নবান্নে মেইল করেছেন তাঁরা। কবে? আজ, বৃহস্পতিবার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.