West Bengal Election 2021: নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা, রবি-উদ্ধৃতি Tathagata-র

দোলের দিন গঙ্গাবক্ষে প্রমোদতরীতে একটি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তিন বিজেপি প্রার্থী পায়েল, তনুশ্রী ও শ্রাবন্তী। 

Updated By: Mar 31, 2021, 12:30 AM IST
West Bengal Election 2021: নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা, রবি-উদ্ধৃতি Tathagata-র

নিজস্ব প্রতিবেদন: দোলে গঙ্গাবক্ষে একটি অনুষ্ঠানে মদন মিত্রের সঙ্গে দেখা গিয়েছিল বিজেপির তিন তারকা প্রার্থীকে। এনিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। প্রশ্ন উঠেছে, ভোটের মাঝে কীভাবে বিরোধী শিবিরের নেতার সঙ্গে অনুষ্ঠানে সামিল হলেন তাঁরা? এবার ফেসবুকে রবীন্দ্রনাথের 'অভিসার' কবিতার লাইন উদ্ধৃত করে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

তিন তারকার সঙ্গে মদন মিত্রের ছবি পোস্ট করে তথাগত রায় লিখেছেন,'নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা! এই নটীদের এখনো এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।' (বাক্যগঠন ও বানান অপরিবর্তিত)

 

“নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা”! এই নটীদের এখনো এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।

Posted by Tathagata Roy on Tuesday, 30 March 2021

দোলের দিন গঙ্গাবক্ষে প্রমোদতরীতে একটি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তিন বিজেপি প্রার্থী পায়েল, তনুশ্রী ও শ্রাবন্তী। ওই অনুষ্ঠানে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। সেখানে 'খেলা হবে' বা 'মোদী-শাহ কুমড়োর ঘ্যাঁট খা' গানও চালানো হয়েছে। বিজেপি প্রার্থীদের সঙ্গে নিজস্বীও তুলেছেন মদন মিত্র। নির্বাচনের আগে এই ধরনের 'সৌজন্য' দলের নিচুতলায় ভুল বার্তা দিচ্ছে বলে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপির একাংশ। সমালোচনার মুখে সাফাইও দিয়েছেন অভিনেত্রী পায়েল। তাঁর যুক্তি, সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চান।    

.