West Bengal Election 2021: বিড়ম্বনার এক শেষ! শিখা মিত্রের নাম ঘোষণা BJP-র, অস্বীকার সোমেন-জায়ার

প্রার্থীতালিকা (BJP Candidates List) নিয়ে চরম বিড়ম্বনায় বিজেপি (BJP)।          

Updated By: Mar 18, 2021, 06:58 PM IST
West Bengal Election 2021: বিড়ম্বনার এক শেষ! শিখা মিত্রের নাম ঘোষণা BJP-র, অস্বীকার সোমেন-জায়ার

নিজস্ব প্রতিবেদন: চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী শিখা মিত্র (Sikha Mitra)। দিল্লিতে প্রয়াত সোমেন মিত্রের (Somen Mitra) জায়ার নাম ঘোষণা করল বিজেপি। অথচ জানেনই না শিখা (Sikha Mitra)। একটি অডিয়োবার্তায় তাঁর দাবি, বিজেপির (BJP) হয়ে দাঁড়াচ্ছি না। ভুয়ো খবর। ফলে, প্রার্থীতালিকা নিয়ে চরম বিড়ম্বনায় বিজেপি (BJP)।          

অতিসম্প্রতি প্রয়াত সোমেন মিত্রের (Somen Mitra) বাড়ি গিয়ে তাঁর স্ত্রী শিখা ও পুত্র রোহনের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  এরপর প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে বেসুরো শোনা গিয়েছিল রোহন (Rohan Mitra)। তবে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিজেপিতে যোগদান করেননি। বৃহস্পতিবার বিজেপির প্রার্থীতালিকাতে (BJP Candidates List) নাম শিখা মিত্রের (Sikha Mitra)। দুপুরে ঘরেই ছিলেন তিনি। তখনই ফোনে জানতে পারেন এ কথা। তাতে হতবাক শিখা (Sikha Mitra) ও রোহন মিত্র (Rohan Mitra)। অডিয়োবার্তায় শিখা মিত্র (Sikha Mitra) বলেন,'বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুয়ো সংবাদ। আমি নিজেই বলছি দাঁড়াব না। মিথ্যা কথা।'

Zee ২৪ ঘণ্টার প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপে প্রথম এই খবর দেন শিখাপুত্র রোহন (Rohan Mitra)। তিনি জানিয়ে দেন,'মা প্রার্থী হচ্ছেন না। আমাদের কেউ জানায়নি।' ফোনে রোহন (Rohan Mitra) বলেন,'শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছিল। ২০১৪ সালে রাজনীতি ছেড়ে দিয়েছেন মা। কোনও পার্টির হয়ে দাঁড়াচ্ছেন না। মা দুপুরে শুয়েছিলেন। আমি একটা কাজে বাইরে ছিলাম। এটা ঠিক হল না। ৬ মাস আগে স্বামীকে হারিয়েছেন তিনি। তাঁর স্বামী প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল। তিনি বিজেপির হয়ে চৌরঙ্গিতে দাঁড়াবেন, এটা হতে পারে না!' 

আরও পড়ুন- TMC-র সায়নীর বিরুদ্ধে লড়বেন অগ্নিমিত্রা, BJP প্রার্থী Rudranil, Parno, Koushik

 

.