দেশবাসীকে ফ্রি-তে ভ্যাকসিন না দিলে অহিংস আন্দোলন শুরু করব: Mamata

টিকা নিয়ে মোদী সরকারকে (Modi Govt) নিশানা মমতার (Mamata Banerjee)। 

Updated By: May 2, 2021, 09:18 PM IST
দেশবাসীকে ফ্রি-তে ভ্যাকসিন না দিলে অহিংস আন্দোলন শুরু করব: Mamata

নিজস্ব প্রতিবেদন: নবান্নে প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পর কোভিড প্রতিষেধক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুঁশিয়ারি দিলেন, দেশবাসীকে বিনামূল্যে টিকা না দিলে গান্ধীমূর্তির পাদদেশে অহিংসা আন্দোলন শুরু করবেন।   

৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে টিকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ১ মে থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের (Covid Vaccination) ঘোষণা করা হয়েছে। এই তৃতীর দফার টিকাকরণ কর্মসূচি বিনামূল্যে নয়, বরং তা উৎপাদনকারী সংস্থার কাছ থেকে কিনতে হবে রাজ্যগুলিকে। গোটা দেশেই বিনামূল্যে টিকাকরণের দাবি করেছেন মমতা। সেই ধারায় এ দিন তিনি বলেন,''কেন্দ্রকে অনুরোধ করব, সারা ভারতের ১৪০ কোটি মানুষের সত্বর বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে। নইলে গান্ধীমূর্তির সামনে অহিংস আন্দোলন শুরু করব।'' 

দলের বিরাট জয়ে উদযাপন না করার বার্তা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। শপথগ্রহণ অনুষ্ঠানও ছোট পরিসরে সারা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন,''আমার অগ্রাধিকার কোভিড। কোভিডটা বাড়ছে। কয়েকদিন ধরে কাজ করছি। কোভিডের জন্য বড় আকারে শপথগ্রহণ অনুষ্ঠান করব না। আমরা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেব। কোভিডে মানুষ ভয় পাচ্ছেন, এই ঝড় সামলে নেব। এটুকু বলব, বিনা পয়সায় ভ্যাকসিন দেব সবাইকে। কোভিডের জন্য বিজয় মিছিল করবেন না। পরে ব্রিগেডে উৎসব করব।''

আরও পড়ুন- 'দিদি' সম্বোধনেই মমতাকে জয়ের শুভেচ্ছা Modi-র; দিলেন রাজ্যের পাশে থাকার আশ্বাস

.