অনুরোধ করছি ফ্রি-তে ভ্যাকসিনের জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ করুন: Mamata

কেন্দ্রীয় সরকারের কাছে আপাতত ৩ কোটি ভ্যাকসিন চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: May 3, 2021, 06:46 PM IST
অনুরোধ করছি ফ্রি-তে ভ্যাকসিনের জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ করুন: Mamata

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর কাছে সকলের জন্য বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি চালু করার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,''দেশের ১৪০ কোটি মানুষের টিকাকরণ জন্য লাগবে ৩০,০০০ কোটি টাকা। এটা কেন্দ্রের কাছে কোনও ব্যাপার নয়।''  

মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,''আমরা ৩কোটি ভ্যাকসিন (Covid Vaccine) চেয়েছি। ভ্যাকসিন বাজারে নেই। ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে পাঠিয়ে দিয়েছে। তাও ৫০ হাজার ভ্যাকসিন দিচ্ছি দৈনিক। এখনও পর্যন্ত দেড়-পৌনে দু'কোটি ডোজ দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারকে ৩ কোটি ভ্য়াকসিন দিতে বলেছি।'' কেন্দ্রের কাছে বিনামূল্যে ভ্যাকসিনের দাবি করেছেন মমতা। তাঁর কথায়,''এখনও বলছি ৩০ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে কোনও ব্যাপার নয়। এই টাকায় দেশের ১৪০ কোটি মানুষকে ফ্রি ভ্যাকসিন দেওয়া উচিত। আমরা অনুরোধ করছি, ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করুন।'' ভ্যাকসিন ও অক্সিজেন বাছাই করা কয়েকটি রাজ্যে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। গুজরাটে বিজেপির অফিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর।

১ মে থেকে দেশে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে। তবে রাজ্যে ৫ মে থেকে শুরু বলে জানিয়ে ছিলেন মমতা। তবে টিকার (Covid Vaccine) আকাল রয়েছে বলে জানান মমতা (Mamata Banerjee)। বলেন,''১ কোটি বেসরকারি ক্ষেত্র ও ২ কোটি ভ্যাকসিন আমরা রাখব। টিকাকরণে সময়ও তো লাগে। ভ্যাকসিন পেলে ৫ তারিখ থেকে শুরু করব। বিনামূল্যে ভ্যাকসিনের জন্য আমিই প্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। ভ্যাকসিন পাঠালে দাম মেটাতেও রাজি আছি।''

আরও পড়ুুন- বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ Mamata-র, কোভিড কাটলে ব্রিগেডে সেলিব্রেশন

 

.