ভোট পরবর্তী হিংসার রিপোর্ট দ্রুত পাঠান নইলে...রাজ্যকে কড়া চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে সোমবারই রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। 

Updated By: May 5, 2021, 10:33 PM IST
ভোট পরবর্তী হিংসার রিপোর্ট দ্রুত পাঠান নইলে...রাজ্যকে কড়া চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোট পরবর্তী হিংসা দমনে এবার কড়া চিঠি দিল কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হিংসা রুখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যকে কড়া চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। তারা জানিয়েছে, হিংসার রিপোর্ট দ্রুত পাঠানো না হলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। 

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে সোমবারই রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। সে কথা মনে করিয়ে এ দিন তাড়াতাড়ি রিপোর্ট চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কড়া চিঠি দিল রাজ্য সরকারকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সময় নষ্ট না করে ভোট পরবর্তী হিংসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। দ্রুত রিপোর্ট পাঠান। নইলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

এই চিঠি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। Zee ২৪ ঘণ্টাকে ফোনে তিনি বলেন,''কে বলল ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ১১টায় শপথ নিয়েছেন। এডিজি আইনশৃঙ্খলা বদল করা হয়েছে। মমতা দায়িত্ব নিয়েছেন। এবার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। আর আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। অমিত শাহের কৌশল এখানে খাটবে না।''

রবিবার ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ করেছে গেরুয়া শিবিরের। হিংসার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন রয়েছে বলে রাজ্যে এসে এ দিন অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। কর্মীদের বাড়িতে গিয়ে দেখাও করেছেন। সাংবাদিক বৈঠকে এ দিন নাড্ডা (JP Nadda) বলেন,''রাজ্যে গণহত্যা চলছে। ৩৬ ঘণ্টা ধরে নীরব মমতা। এতে বোঝা যাচ্ছে, ওঁর মদত রয়েছে। রক্ত রঞ্জিত হাত নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তৃণমূলস্তরের কর্মীদের টার্গেট করা হচ্ছে। হামলার শিকার তাঁদের পরিবার। মহিলারা টার্গেট হচ্ছেন। শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ১৪ জন মারা গিয়েছে। মৃত্যুমিছিল কোথায় থামবে জানি না!''        

ভোট পরবর্তী হিংসায় বিজেপিকে কাঠগড়ায় তুলে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ''কয়েকটা ঘটনা ঘটেছে। সব সত্য নয়। ভুয়ো ঘটনা দেখাচ্ছে বিজেপি। বিজেপির ভুয়ো ঘটনায় বিশ্বাস করবেন না। দু-একটা ঘটনা ঘটেছে। বিজেপি যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার হচ্ছে। যখন অত্যাচার হয়েছে, তখন নির্বাচন কমিশনের আওতায় ছিল। ৩ মাস ধরে পরিস্থিতির অবনতি হয়েছে।''

আরও পড়ুন- বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন, কত দিনের জন্য? জানাল Nabanna

.