মো-শা, ইসি, ইডি, সিবিআই-র বিরুদ্ধে দিদি-এবি, কটাক্ষ Derek-র
এখনও পর্যন্ত ২০২ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। ৭৮ আসনে এগিয়ে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: জয়ের আভাস মিলতেই মোদী-শাহকে নিশানা করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। তাঁর দাবি, এজেন্সি, নির্বাচন কমিশন ও অর্থের ব্যবহার করেও বাংলা জয় করতে পারল না বিজেপি।
তিনি টুইট করেছেন, 'মো-শা, বিজেপি, সিবিআই, ইডি, নির্বাচন কমিশন, গোডি মিডিয়া, বিশ্বাসঘাতক, টাকার বিরুদ্ধে লড়েছেন দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কর্মীরা ও বাংলা। কোভিডের বিরুদ্ধেও জিতব। আমরা মানুষের পাশে থাকি।'
MO+SHA +BJP+ CBI + ED + EC + GODI MEDIA + TRAITORS + < DIDI + AB + TMC WORKERS + BENGAL
We will win over #Covid as well, for WE CARE for people
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021
আর একটি টুইটে ডেরেক (Derek O'Brien) লিখেছেন,''বিশ্বের সবচেয়ে বিনাশকারী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আবেগঘন একটা দিন। এজেন্সির সঙ্গে চলেছে কুৎসিত প্রচার। তার সঙ্গে যোগ নিলর্জ্জ নির্বাচন কমিশন। ভারত ও বাংলার জন্য তাৎপর্যপূর্ণ একটা দিন। আমরা উচ্ছ্বসিত। তবে কোভিড পরিস্থিতিতে জয়ের উদযাপনে দায়িত্ববোধ হারালে চলবে না।''
An emotional day after fighting the world’s most destructive force, MO-SHA’s BJP. Filthy campaign aided by agencies and shameless EC. A momentous day for India & Bengal. It is understandable that we are euphoric but we also know that during #Covid we have to celebrate responsibly
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021
নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য বলছে, এখনও পর্যন্ত ২০২ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। ৭৮ আসনে এগিয়ে বিজেপি।
আরও পড়ৃুন- থানার ওসি-দের সাসপেন্ড করুন, বিজয়-উদযাপন রুখতে কড়া নির্দেশ কমিশনের