West Bengal Election 2021: চতুর্থ দফার আগে কড়া কমিশন, রাজ্যে ১০০০ কোম্পানি পার করল বাহিনী

১০ এপ্রিল রাজ্যের ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ (West Bengal 4th Phase Election 2021)। 

Updated By: Apr 7, 2021, 10:41 PM IST
West Bengal Election 2021: চতুর্থ দফার আগে কড়া কমিশন, রাজ্যে ১০০০ কোম্পানি পার করল বাহিনী

নিজস্ব প্রতিবেদন: চতুর্থ দফার (WB Assembly Election 2021) আগে রাজ্যে ১০০০ কোম্পানি ছাড়াল বাহিনীর সংখ্যা। বুধবার ৫ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারি আরিজ আফতাব। তৃতীয় দফায় প্রার্থীদের উপরে হামলার ঘটনার পর সতর্ক প্রশাসন। প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রার্থী চাইলে যাতে নিরাপত্তার বন্দোবস্তও করতে হবে।          

১০ এপ্রিল রাজ্যের ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ (West Bengal 4th Phase Election 2021)। চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওই বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ভোটের দিন অশান্তি রুখতে দ্রুত পদক্ষেপ করতে হবে। নিশ্চিত করতে হবে প্রার্থীদের নিরাপত্তা। ইভিএম নিয়ে কোনও গাফিলতি করা চলবে না।          

চতুর্থ দফায় (West Bengal 4th Phase Election 2021) বুথের পাহারায় থাকবে ৭৯৩ কোম্পানি। এর মধ্যে কলকাতা পুলিস এলাকায় থাকবে ৯৪, আলিপুরদুয়ারের ৯৬, কোচবিহারে ১৮৩,  হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণে ৩৫,বারুইপুর পুলিস জেলায় ৪৪, চন্দননগর পুলিস কমিশনারেটে ৭৯ কোম্পানি। এর পাশাপাশি স্ট্রংরুম, পোস্টাল ব্যালট ও ভোট হয়ে যাওয়া কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সবমিলিয়ে ১০০০ কোম্পানির বেশি বাহিনী রয়েছে বাংলায়।  

আরও পড়ুন- West Bengal Election 2021: ধর্মের ভিত্তিতে ভোটপ্রচার, ৪৮ ঘণ্টার মধ্যে Mamata-র ব্যাখ্যা চাইল কমিশন

.