West Bengal Election 2021: বীরভূমের ৪ অফিসারের অপসারণ চেয়ে কমিশনে BJP

বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূলের (TMC) এজেন্ট হিসেবে কাজ করছেন এই অফিসাররা। 

Updated By: Mar 31, 2021, 06:45 PM IST
 West Bengal Election 2021: বীরভূমের ৪ অফিসারের অপসারণ চেয়ে কমিশনে BJP

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফায় ভোটের ( West Bengal Election 2021) আগে বীরভূমে একাধিক প্রশাসনিক আধিকারিকের বদলি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল ভারতীয় জনতা পার্টি (BJP)। চিঠিতে ৪ প্রশাসনিক কর্তার নাম উল্লেখ করা হয়েছে। 

ভোটের (West Bengal Election 2021) আগে রাজ্যের একাধিক প্রশাসনিক পদে বদলি করেছে নির্বাচন কমিশন। এবার বীরভূমের পুলিস সুপার মিরাজ খলিদ, বোলপুরের এসডিপিও অভিষেক রায়, পারুইয়ের ওসি বৃকোদর সান্যাল ও বোলপুরের আইসি সুমন্ত বিশ্বাসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অপসারণের দাবি করেছে বিজেপি (BJP)।

বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূলের (TMC) এজেন্ট হিসেবে কাজ করছেন এই অফিসাররা। বোলুপুরে বিজেপিকে সভা করতে দেওয়া হয়নি। নির্বাচনে শাসক দলের মেশিনারি হিসেবে কাজ করতে পারেন। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। অপসারিত করা হোক তাঁদের।

আরও পড়ুন- West Bengal Election 2021: দফা সাতে বিকল্পের ডাক, সনিয়া-কেজরীর মতো ১৪ অবিজেপি নেতানেত্রীকে Mamata-র পত্র

.