নারদ তদন্তে CBI; মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নারদে CBI  তদন্ত। আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, সিবিআইয়ের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। একদলকে জেলে ভরলে আরও একদল তৈরি। নারদে CBI তদন্ত। হাইকোর্টের নির্দেশের পর থেকেই অস্বস্তি তৃণমূল শিবিরে। শীর্ষ আদালতের রায়ের পর তা চরমে।

Updated By: Mar 24, 2017, 08:46 PM IST
নারদ তদন্তে CBI; মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : নারদে CBI  তদন্ত। আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, সিবিআইয়ের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। একদলকে জেলে ভরলে আরও একদল তৈরি। নারদে CBI তদন্ত। হাইকোর্টের নির্দেশের পর থেকেই অস্বস্তি তৃণমূল শিবিরে। শীর্ষ আদালতের রায়ের পর তা চরমে।

আরও পড়ুন- "শ্রীজাতর কিছু হবে না", 'প্রতিবাদী কবি'র পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় ম্যাথু স্যামুয়েলের হলফনামা।  নারদ স্টিংয়ের খরচ নাকি জুগিয়েছেন দলেরই সাসংদ KD সিং। সব মিলিয়ে নারদে হাঁসফাঁস তৃণমূল শিবির।  এমন পরিস্থিতিতে স্টেপ আউট করলেন সুপ্রিমো। বুঝিয়ে দিলেন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। নারদকে শুরু থেকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একধাপ এগিয়ে মুখ খুললেন শুক্রবার। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রের দিকে। বললেন, CBI কে ব্যবহার করে তাঁকে দমানো যাবে না।

নোটবন্দির পর নারদে CBI । ফের একবার মমতার নিশানায় কেন্দ্র। আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়।

 

.