প্রতিশ্রুতি রাখলেন Mamata, ৫০ বছর পর রাজ্যে ফিরছে বিধান পরিষদ

বিধানসভা প্রার্থী তালিকা ঘোষণা করে বিধান পরিষদ গঠনের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: May 17, 2021, 08:58 PM IST
প্রতিশ্রুতি রাখলেন Mamata, ৫০ বছর পর রাজ্যে ফিরছে বিধান পরিষদ

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটে প্রার্থীদের নাম ঘোষণা সময় মমতা ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফেরার পর বিধান পরিষদ গঠন করা হবে। অনেকেই টিকিট পাননি, তাঁরা বিধান পরিষদের সদস্য হতে পারবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাবের পড়ল শিলমোহর। 

এ দিন মন্ত্রিসভার বৈঠকে থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে ফের বৈঠক হতে চলেছে ২৪ মে। তবে বৈঠকের নীতিমালায় অনুমোদন দেওয়ার জন্য ফোনে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয় বিধান পরিষদ গঠনের প্রস্তাব। এবার বিধানসভায় বিল আনতে হবে রাজ্যকে। তার পর লাগবে রাজ্যপাল ও রাষ্ট্রপতির স্বাক্ষর। উল্লেখ্য, বিধানসভার এক তৃতীয়াংশ সদস্য থাকবে বিধান পরিষদে।    

রাজ্যসভা ও লোকসভার মতোই দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা। ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ বিলোপ করা হয়েছিল। ফলে সব ঠিকঠাক থাকলে ৫০ বছর পর বিধান পরিষদ ফিরছে বাংলায়। এখন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যে রয়েছে বিধান পরিষদ।         

আরও পড়ুন- সুব্রত, ফিরহাদ, মদন, শোভনকে অন্তর্বর্তী জামিন দিল বিশেষ সিবিআই আদালত

.