ব্যাঙ্ক খোলার আগেই লম্বা লাইন, অনেক ATM-এ টাকাই নেই

ATM-এ টাকা নেই। সপ্তাহের প্রথম দিনেই অশেষ হয়রানি। কলকাতা শহরের হাতে গোণা কয়েকটি ATM খোলা রয়েছে। যেগুলি খোলা রয়েছে সেগুলির মধ্যে নামমাত্র কয়েকটিতে টাকা রয়েছে। এবং বেশিরভাগ ATM-এই মিলছে শুধু দুহাজার টাকার নোট।

Updated By: Nov 21, 2016, 11:35 AM IST
ব্যাঙ্ক খোলার আগেই লম্বা লাইন, অনেক ATM-এ টাকাই নেই

ওয়েব ডেস্ক: ATM-এ টাকা নেই। সপ্তাহের প্রথম দিনেই অশেষ হয়রানি। কলকাতা শহরের হাতে গোণা কয়েকটি ATM খোলা রয়েছে। যেগুলি খোলা রয়েছে সেগুলির মধ্যে নামমাত্র কয়েকটিতে টাকা রয়েছে। এবং বেশিরভাগ ATM-এই মিলছে শুধু দুহাজার টাকার নোট।

আরও পড়ুন- নোট বাতিলের ধাক্কায় সোনার সংসারেও মাথায় হাত

রবিবার সন্ধেতেই কয়েকটি ATM-এ পাঁচশো টাকার নোট মিলছিল। রাতের মধ্যেই তা শেষ হয়ে যায়। তারপর ফুরিয়ে যায় একশো টাকার নোটও। মিলছে শুধু দুহাজার টাকার নোট। সেই নোট কার্যত বাজারে অচল। কারণ ভাঙানি মেলে না।

এদিকে, সুদ কমছে ফিক্সড জিপোজিটে। আবার সুদ কমছে বাড়িগাড়ির ঋণেও। একশ্রেণির মানুষের কপালে গভীর ভ্রুকুটি। আবার সমাজের আর এক স্তরে উত্‍সবের প্রস্তুতি। কারণ সুদ কমায় আলগা হবে EMI-এর ফাঁস। উল্টোডাঙা মেন রোডের গোপ পরিবার। জানুয়ারিতেই ছেলের বিয়ে। পরিবারে উত্‍সবের প্রস্তুতি। খুশি খুশি ভাব। সেই আনন্দই দ্বিগুণ হয়েছে সুদ কমার খবরে। একনজরে দেখে নেওয়া যাক গোপ পরিবারে EMI-এর ফাঁস কতটা কড়া। পেশায় মিষ্টির ব্যবসায়ী বিদ্যুত্‍কুমার গোপ। ফ্ল্যাটের EMI গোনেন মাসে পনেরো হাজার টাকা। গাড়ির EMI গোনেন মাসে দশ হাজার টাকা। অর্থাত্‍ EMI বাবদ মাসে তাঁর সংসার থেকে বেরিয়ে যায় পঁচিশ হাজার টাকা।

.