WBJee result 2021: প্রকাশিত হল জয়েন্টের রেজাল্ট, প্রথম রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে
১৩ অগাস্ট থেকে শুরু কাউন্সিলিং।
Updated By: Aug 6, 2021, 03:19 PM IST
নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল WBJee result 2021-এর রেজাল্ট। ফলপ্রকাশ করল West Bengal Joint Entrance Examinations Board। ১৩ অগাস্ট থেকে কাউন্সিলিং শুরু হবে। তিনটি পর্যায়ে হবে কাউন্সিলিং। ১১ সেপ্টেম্বর শেষ হবে কাউন্সিলিং। পরীক্ষা জন্য রেজিস্ট্রেশন করেছিল ৯২,৬৯৫ জন। ৭১ শতাংশ পরীক্ষা দিয়েছে। অর্থাৎ ৬৫,১৭০ জন অংশগ্রহণ করেছিল। পাশ করেছে ৯৯.৫ শতাংশ অর্থাৎ ৬৪,৮৫০ জন । ৭৪ শতাংশ ছাত্র এবং ২৬ শতাংশ ছাত্রী পরীক্ষায় বসেছিল।
আরও পড়ুন: তৃতীয়বার ক্ষমতায় এসে এই প্রথম, 'বিশ্ব আদিবাসী দিবস'-এ ঝাড়গ্রামে Mamata
আরও পড়ুন: Kolkata Airport: বিমানের কার্গো হোল্ডারে সাপ, তীব্র আতঙ্ক
WBJee result 2021-এর পূর্ণাঙ্গ মেধা তালিকা
- প্রথম- পাঞ্চজন্য দে, রহড়া রামকৃষ্ণ মিশন।
- দ্বিতীয়- সৌম্যজিৎ দত্ত, বাঁকুড়া জেলা স্কুল।
- তৃতীয়- ব্রতীন মণ্ডল, শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল।
- চতুর্থ- অঙ্কিত মণ্ডল, এস সি কেজরিওয়াল বিদ্যাপীঠ, লিলুয়া।
- পঞ্চম- গৌরব দাস, নারায়ণা ই-টেকনো স্কুল।
- ষষ্ঠ- আয়ূষ গুপ্তা, দিল্লি পাবলিক স্কুল, মেগাসিটি, কালিকাপুর।
- সপ্তম- ঋতম দাশগুপ্ত, আর্মি পাবলিক স্কুল কলকাতা।
- অষ্টম- সপ্তর্ষ ভট্টাচার্য, বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর।
- নবম- ঋষি কেজরিওয়াল, সেস্ট স্টিফেন স্কুল, দমদম।
- দশম- সৌহার্দ্য দত্ত, বালিগঞ্জ গভঃ হাইস্কুল।