কলেজ নির্বাচনে স্থগিতাদেশ তুলল উচ্চশিক্ষা দফতর

বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল রাজ্য সরকার। গতকাল রাতে উচ্চশিক্ষা দফতরের ওয়েবসাইটে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যে সব কলেজে ছাত্র সংসদের সময়সীমা শেষ হয়েছে বা শেষ হতে চলেছে, সেই সব কলেজে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল রাজ্য সরকার।

Updated By: Mar 2, 2013, 10:38 AM IST

বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল রাজ্য সরকার। গতকাল রাতে উচ্চশিক্ষা দফতরের ওয়েবসাইটে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যে সব কলেজে ছাত্র সংসদের সময়সীমা শেষ হয়েছে বা শেষ হতে চলেছে, সেই সব কলেজে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল রাজ্য সরকার।
গতকাল রাতে উচ্চশিক্ষা দফতরের ওয়েবসাইটে এই মর্মে একটি নির্দেশিকা দেওয়া হয়। নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ চাইলে, তাঁদের নিয়ম মেনে ছাত্র সংসদের নির্বাচন করতে পারেন। অর্থাৎ এই নির্দেশিকা কার্যত যেসব কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, তাঁদের নির্বাচন করার ছাড়পত্র দিচ্ছে। শুক্রবার বিকেলেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে এই নির্দেশিকার প্রতিলিপি পৌঁছে গেছে। গত ১৮ ফেব্রুয়ারি উচ্চশিক্ষা দফতর ছ`মাসের জন্য রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সে সময় জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছিল, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.