দাম কমাতে সরকার ব্যর্থ, স্বীকার করে নিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
জিনিসপত্রের দাম কমাতে সরকারি পদক্ষেপের ব্যর্থতা কার্যত প্রকাশ্যে স্বীকার করে নিল খোদ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আজ সকালে কলকাতার তিনটি বাজার পরিদর্শনে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ফল, সবজি, মাছের বাজার ঘুরে খতিয়ে দেখেন দাম।
জিনিসপত্রের দাম কমাতে সরকারি পদক্ষেপের ব্যর্থতা কার্যত প্রকাশ্যে স্বীকার করে নিল খোদ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আজ সকালে কলকাতার তিনটি বাজার পরিদর্শনে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ফল, সবজি, মাছের বাজার ঘুরে খতিয়ে দেখেন দাম।
শীতের বাজারেও শাক-সবজির দাম যে বেশ চড়া, তা স্বীকার করে নিয়েছেন তাঁরাও। দাম কমানোর ব্যাপারে কোনও দিশা দেখাতে পারেনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উল্টে ইবি-র পরামর্শ, সাধারণ মানুষকেই এ ব্যাপারে সজাগ, সতর্ক হতে হবে। বাজারে পা দেওয়ার আগে বাজারদর সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে ক্রেতাদের। এই মন্তব্য করেছেন খোদ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনার রবীন্দ্রনাথ সরকার। তাঁর কথাতেই স্পষ্ট, সরকার দাম বেঁধে দিলেও, তা বাজারে বলবত্ করার ক্ষেত্রে প্রশাসনিক পরিকাঠামোর অভাব রয়েছে।