WB Election Voting first phase: অডিয়ো: 'আমাদের একটু সাহায্য করে দাও না,' নন্দীগ্রামের BJP নেতাকে ফোন Mamata-র

বিজেপির বক্তব্য, ফোনে প্রলয় পালকে অনুরোধ-উপরোধ করছেন মমতা (Mamata Banerjee)।

Updated By: Mar 27, 2021, 03:49 PM IST
WB Election Voting first phase: অডিয়ো: 'আমাদের একটু সাহায্য করে দাও না,' নন্দীগ্রামের BJP নেতাকে ফোন Mamata-র

নিজস্ব প্রতিবেদন: বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতিকে ফোন করেছেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। ফোনে তাঁকে তৃণমূলে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন। প্রথম দফার ভোটগ্রহণ চলকালীন এমন একটি ফোনালাপ প্রকাশ করে দাবি করলেন রাজ্যে সহ-পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। বিজেপির বক্তব্য, প্রলয় পালকে অনুরোধ-উপরোধ করছেন মমতা (Mamata Banerjee)।

মমতা (CM Mamata Banerjee) ও প্রলয় পালের কণ্ঠস্বর শোনা যাচ্ছে অডিয়োক্লিপে। যদিও তার সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা। 

মমতা: তুমি তো অনেক ইয়ং ছেলে। অনেক কাজ করো। তুমি এবার একটু আমাদের সাহায্য করে দাও না। তুমি দেখবে কোনও অসুবিধা হবে না।

প্রলয়: আপনাকে দেখে আমার পরিবার রাজনীতি করেছিল।

মমতা: আমি জানি সব।

প্রলয়: মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যেদিন শপথ নেন। রেজাল্ট ঘোষণা হয়। ৫ জন ব্রাহ্মণ ডেকে হোম-যজ্ঞ করে মিটিং-মিছিল করেছিলাম। কিন্তু, খারাপ লাগে দিদি! এত ত্যাগ করেও প্রলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না, এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে না। 

মমতা: এটা কে করেছিল? তোমাদের লোকাল লিডার নন্দীগ্রাম ঢুকতে দিত না। মেদিনীপুরে ঢুকতে দিত না। তাদের জমিদারি চলত। তুমি জানো সব ভাই।

প্রলয়: আমি একটা রেসিডেন্ট সার্টিফিকেট পাব না! এটা হতে পারে।

মমতা: আমি আছি কী করতে?  যে করেছে সে অন্যায় করেছে।

প্রলয়: আমি তো মার খেয়েছি মহাদেবের হাতে। আপনার মহাদেবের হাতে মার খেয়েছি।  

মমতা: আমি সব জানি। পরে সব শুনেছি। আগে তো এত ডিটেলসে খবর নিতাম না। এখন আমি গিয়েছি। আমি সবার খবর নিচ্ছি।

প্রলয়: আমি দলটা ছেড়ে বেরিয়ে এসেছি। যে দলটা করি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে দল করি। দুনম্বরি করেছি কেউ আঙুল তুলে বলতে পারবে না।

মমতা: যাদের জন্য করছো, তারা তো কোনওদিন বিজেপি করেনি। এখন যারা করছে তাদের বিশ্বাস করো তারা অনেস্ট? মানুষের কাজ করবে? 

প্রলয়: আমি যতদিন দলের সঙ্গে থাকব অনেস্ট থাকব।

মমতা: যে তোমাদের ওখানে লড়ছে সে কী তোমাদের কাছে সৎ? 

প্রলয়: সিপিএমের কাছে অত্যাচারিত হতাম। ওই পরিবার পাশে ছিল। এই জায়গা থেকে সার্পোট করি। শিশিরবাবুর সঙ্গে বাবার ৪০ বছরের সম্পর্ক। আর কেউ ছিল না।

মমতা: সেদিন আমাদের সঙ্গে ছিল বলে আমাদের হয়ে করত। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করতাম। 

প্রলয়: একজন সাধারণ কর্মীকে ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ। 

মমতা: তুমি ভেবে দেখো। থ্যাংকু ভালো থেকে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করেছেন বিজেপি নেতা প্রলয় পাল।  বলেন,'রাজ্যের মুখ্যমন্ত্রী প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। আজকে আমার কথা মনে পড়েছে ওঁর। আমরা জনতা পার্টি করি। আমাদের প্রার্থী শুভেন্দু। অধিকারী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিল অধিকারী পরিবার।'

আরও পড়ুন- টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা মোদীর, নীরবে দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিট

 

.