অভিনেতাদের নেতা হওয়ার পাঠ পড়াচ্ছে TMC

তৃণমূলের সেলেব পাঠশালায় হাজির ছিলেন রাজ চক্রবর্তী, মানালি দে, সৌরভ দাস, রনিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তী, লাভলি মৈত্র, সুদেষ্ণা রায়, পিয়া সেনগুপ্তরা।  

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Mar 3, 2021, 05:54 PM IST
অভিনেতাদের নেতা হওয়ার পাঠ পড়াচ্ছে TMC

নিজস্ব প্রতিবেদন: অভিনেতা হিসাবে তাঁরা যথেষ্ঠ দক্ষ ও সুপরিচিত। তবে রাজনীতির জগতে তাঁরা একেবারেই নবীশ। আর তাই সদ্য দলে যোগ দেওয়া অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতির দুনিয়া নিয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। বুধবার সেখানে ছিলেন রাজ চক্রবর্তী, মানালি দে, সৌরভ দাস, রনিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তী, লাভলি মৈত্র, সুদেষ্ণা রায়, পিয়া সেনগুপ্তরা।  

বুধবার প্রায় দেড়ঘণ্টা ক্লাস করানো হল অভিনেতা-অভিনেত্রীদের। শিক্ষাগুরু ডেরেক ওব্রায়েন। এদিন উপস্থিত প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটা মোটা বই। কী আছে সেই বইতে? জানা যাচ্ছে, সেখানে সরকারে উন্নয়নমূলক কাজ ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। আর ক্লাসঘরেই বা কী শেখানো হল? এই প্রশিক্ষণ শিবিরে দলে যোগ দেওয়া অভিনেতাদের শেখানো হয়েছে, কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়, চিন্তাধারা মতাদর্শকে আক্রমণ করা যেতে পারে। শেখানো হয়েছে, তাঁরা যেকথাই বলবেন, তা যেন বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বাংলার কৃষ্টি-সংস্কৃতির কথা মাথায় রেখে কথা বলতে হবে। তৃণমূলে সরকারে থাকাকালীন কী কাজ করছে? কোন প্রকল্পে শিরোপা পেয়েছে? তা বেশি করে প্রচার করতে হবে। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার, তাঁদের কথা শোনার ও বোঝার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাদের।

আরও পড়ুন-দিদির পাশেই ছিলাম, এবার হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলাম : Sayantika

এবিষয়ে রাজ চক্রবর্তী বলেন, ''সরকার বাংলার মানুষের জন্য কী করেছে? আরও কী করবে? সেগুলো বলা হয়েছে। মূলত উন্নয়নের কথা বলা হয়েছে। বাংলার মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ সেকথা আমরা সবাই জানি। তবে সেটাকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেব, সেটা শেখানো হয়েছে। '' রাজের কথায়, '' এটুকু বলতে পারি, রাজনীতির ময়দানে জোর লড়াই হবে।''

রনিতা দাস বলেন, ''আমরা সবাই দিদির পাশে ছিলাম। ২০১১ থেকে প্রত্যেকটা উন্নয়ন দেখেছি। তবে প্রত্যেকটা প্রকল্প নিয়ে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন। আর মোদিজী বেটি বাঁচাও বেটি পড়াও করেছেন, এই দুটো প্রকল্পের মধ্যে কোনটা বেশি ভালো? সেটা আমাদের জানা উচিত। আমরা সেগুলিই বিস্তারিত জানলাম। এতে আমরা যখন মানুষের কাছে পৌঁছব, মানুষকেও সঠিক তথ্য  দিতে পারব। সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই তাঁদের সঠিকটা জানানোর জন্য আমাদেরও তো জানতে হবে।''

সুদেষ্ণা রায় বলেন, ''আমি প্রথমেই পরিচালনা দিয়ে কেরিয়ার শুরু করিনি। কাজ করতে করতে শিখেছি। আজও রাজনীতির জগতে বিভিন্ন মানুষের কাছে নানান কিছু শিখব এবং একজন সফল রাজনীতিবিদ হয়ে উঠব। তবে তার মানেই এই নয় যে আমি প্রার্থী হচ্ছি, বা জিতব। আমি রাজনীতিতে সঠিকভাবে যাতে কাজ করতে পারি, তার চেষ্টা করব।''

.