WB assembly election 2021 : ধুতি-পাঞ্জাবিতে Mithun-এর বাঙালিয়ানা, ব্রিগেড মঞ্চে 'বহিরাগত' কটাক্ষের জবাব BJP-র
মঞ্চে উঠেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) দেখা যায় তথাগত রায়ের পা ছুঁয়ে প্রণাম করতে।
নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে 'মহাগুরু' মিঠুন। আর মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাত ধরেই ব্রিগেড মঞ্চে গেরুয়া শিবির যেন বিজেপির (BJP) গায়ে সেঁটে দেওয়া 'বহিরাগত' তকমার জবাব প্রতিপক্ষকে ফিরিয়ে দিল শতগুণে।
ধুতি-পাঞ্জাবিতে এদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিঠুন চক্রবর্তী ব্রিগেডে পৌঁছতেই উদ্বেল হয়ে ওঠেন বিজেপি (BJP) কর্মী, সমর্থকরা। 'মহাগুরু মিঠুন' গর্জন ওঠে ভিড়, সমাবেশ থেকে। বলার অপেক্ষা রাখে না যে অভিনেতা মিঠুন চক্রবর্তী বাঙালির আবেগ, বাঙালির অস্মিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সেই বাঙালি সেন্টিমেন্টকেই গুরুত্ব দিয়ে এদিন পুরদস্তুর বাঙালিয়ানার সাজে ব্রিগেড মঞ্চে উপস্থিত হন 'মহাগুরু' মিঠুন।
তসর রঙের ধুতি, সঙ্গে সাদা পাঞ্জাবি। গলায় তসর রঙের উত্তরীয়। চোখে সানগ্লাস। মাথায় কালো টুপি। কোনওরকম শার্ট-কোট-প্যান্টে 'ডিস্কো ড্যান্সার' ইমেজে নয়। বরং ব্রিগেড মঞ্চে ক্যামেরাবন্দি হলেন আপাদমস্তক 'বাঙালিবাবু' মিঠুন। 'মহাগুরু' মিঠুনকে এদিন ব্রিগেড মঞ্চে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। মঞ্চে উঠেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) দেখা যায় তথাগত রায়ের পা ছুঁয়ে প্রণাম করতে।
প্রসঙ্গত, বিজেপি (BJP) নেতৃত্বকে বার বারই 'বহিরাগত' বলে তোপ দেগেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাঙালি সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও পরিচিতি নেই বলেও আক্রমণ শাণিয়েছে। আজ মিঠুনকে (Mithun Chakraborty) দলে টেনে সেই 'বহিরাগত' বিজেপি যেন অনেকটাই 'বাঙালি' হয়ে উঠল! এমনটাই বলছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন, Exclusive: 'ভোট রাজনীতিতে আগ্রহী নন, মোদীর হাত শক্ত করতেই ব্রিগেডে মিঠুন', বললেন কৈলাস