Covid বিধি মেনে ভোট করাবে কমিশন, সাহায্য করতে হবে রাজ্যকে: হাইকোর্ট

করোনা বিধি মেনে ভোট করাতে যা করণীয় তার সবটাই করবে নির্বাচন কমিশন। তবে রাজ্য সরকারকে তাতে সহায্য করতে হবে। কলকাতা হাইকোর্টে হওয়া এক জনস্বার্থ মামলায় এমনটাই বলল আদালত।

Updated By: Apr 20, 2021, 01:44 PM IST
Covid বিধি মেনে ভোট করাবে কমিশন, সাহায্য করতে হবে রাজ্যকে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: করোনা বিধি মেনে ভোট করাতে যা করণীয় তার সবটাই করবে নির্বাচন কমিশন। তবে রাজ্য সরকারকে তাতে সহায্য করতে হবে। কলকাতা হাইকোর্টে হওয়া এক জনস্বার্থ মামলায় এমনটাই বলল আদালত।

আরও পড়ুন-প্রচারে বেরিয়ে BJP কর্মীকে গালিগালাজ ফিরহাদের! ভাইরাল ভিডিয়োয় তুঙ্গে তরজা 

রাজ্যের যুক্তি, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর নীতিগত কোনও সিদ্ধান্তই রাজ্য সরকার নিতে পারে না। তাই পুরোটাই এখন কমিশনের(Election Commission) দায়িত্ব।

আরও পড়ুন-মল্লারপুরে বিকট শব্দে কেঁপে উঠল TMC নেতার বাড়ি, বিস্ফোরণে আহত ১ 

এদিকে, কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশ, করোনা রুখতে যা যা করনীয় তা করবে নির্বাচন কমিশন। রাজ্যেকে প্রয়োজনী সহায্য করতে হবে। আগামী বৃহস্পতি বার রাজ্য সরকারকে আদালতে জানাতে হবে, কেন নির্বাচন কমিশনকেই সব দায়িত্ব নিতে হবে। মামলার রায় দিতে গিয়ে আদালতের তরফে বলা হয়,ভোটে দিন ঘোষণার পর থেকে যথেষ্ট সভা-মিছিল হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন। 

.