WB Assembly Election 2021: করোনা বিধি না মানলে বাতিল হতে পারে ভোটের প্রচার, নির্দেশিকা জারি ECI-র

১ দিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল।

Reported By: সুতপা সেন | Updated By: Apr 10, 2021, 06:13 AM IST
WB Assembly Election 2021: করোনা বিধি না মানলে বাতিল হতে পারে ভোটের প্রচার, নির্দেশিকা জারি ECI-র

নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে করোনা গ্রাফ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে যখন আক্রান্তের সংখ্যা ৩ হাজার পেরোল, তখন দেশে সংক্রামিত লক্ষাধিক। পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করল কমিশন। বার্তা খুবই স্পষ্ট, করোনা সচেতনতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, প্রার্থী ও যাঁরা প্রচার করছেন, তাঁদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। এমনকী, স্বাস্থ্যবিধি না মানলে নির্বাচনী জনসভা, মিছিল-সহ যাবতীয় কর্মসূচি বাতিলও করে দেওয়া হতে পারে। 

আরও পড়ুন: রাজ্যে ১দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৪৮, টিকায় টান রাজ্যে

কমিশনের পরামর্শ, ভোটের প্রচারে জমায়েত থেকে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে, সেদিকে নজর রাখতে হবে রাজনৈতিক দলের নেতা-নেত্রী ও প্রার্থীদেরও। মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে তাঁদের নিজেদেরই আগে সচেতনতার দৃষ্টান্ত তৈরি করতে হবে। স্রেফ ভিড় নিয়ন্ত্রণ করাই নয়, কর্মসূচি শুরুর আগে দলের কর্মী-সমর্থকদের স্বাস্থ্যবিধি মানছেন কিনা, নিশ্চিত করতে হবে তাও।

আরও পড়ুন: WB assembly election 2021: চতুর্থ দফার আগে ফের পুলিসে রদবদল, শেষবেলায় বদলি ভাঙড় থানার IC

.