রেলশহর পুনরুদ্ধারে নামছেন 'জায়ান্ট কিলার' Dilip Ghosh?

২০১৬ সালে বিধানসভা ভোটে খড়্গপুরে জিতেছিলেন দিলীপ ঘোষ। 

Updated By: Mar 2, 2021, 08:04 PM IST
রেলশহর পুনরুদ্ধারে নামছেন 'জায়ান্ট কিলার' Dilip Ghosh?

নিজস্ব প্রতিবেদন: খড়্গপুর সদর আসনে কি ফের প্রার্থী হবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)? ওই আসনে তাঁকে ফের চাইছে জেলার নেতৃত্ব। গত বিধানসভা ভোটে রেলশহরে জিতেছিলেন বিজেপির রাজ্য সভাপতি।   

সোমবার বাইপাসের ধারে অভিজাত হোটেলের বৈঠকে প্রার্থীতালিকা নিয়ে আলোচনায় বসেন বিজেপি নেতারা। সেখানে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি শমীক দাস প্রস্তাব দেন, খড়্গপুর সদরে দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) প্রার্থী করা হোক। তৃণমূলের হাত থেকে আসনটি পুনরুদ্ধার করতে দিলীপকেই কর্মীরা চাইছেন বলে জানান শমীক। তবে কয়েকটি বিকল্প নাম চান রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তখন ৩ জনের নাম দেন জেলা সভাপতি। তবে পয়লা পছন্দ যে বিজেপির রাজ্য সভাপতিই, তা স্পষ্ট করে দিয়েছেন। 

২০১৬ সালে বিধানসভা ভোটে রেলশহরের 'চাচা' দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে 'জায়ান্ট কিলার' হয়েছিলেন রাজনীতিতে নবাগত দিলীপ ঘোষ  (Dilip Ghosh)। তারপর গত লোকসভা ভোটে মেদিনীপুরের সাংসদ হন বিজেপির রাজ্য সভাপতি। ছাড়তে হয় ওই বিধায়ক পদ। উপনির্বাচনে আসনটি ধরে রাখতে পারেনি বিজেপি। বিধানসভা ভোটের আগে দিলীপের উপরেই বাজি রাখছে জেলা নেতৃত্ব। এনিয়ে দিলীপ ঘোষ কী বলছেন? বিজেপির রাজ্য সভাপতির মুখে একই রা,'একনিষ্ঠ কর্মী। দল যে দায়িত্ব দেবে পালন করব।'    

আরও পড়ুন- পদ্মে Jitendra, Modi-র নেতৃত্বে কাজ করার তীব্র ইচ্ছা ওঁর: Babul

.