কোথায় কোথায় জমে জল-এক নজরে
রাতভর বৃষ্টির পর শনিবার সকাল থেকেও ক্রমাগত বৃষ্টি হচ্ছে। এখন এক নজরে দেখে নেওয়া যাক গোটা রাজ্যের কী অবস্থা-
রাতভর বৃষ্টির পর শনিবার সকাল থেকেও ক্রমাগত বৃষ্টি হচ্ছে। এখন এক নজরে দেখে নেওয়া যাক গোটা রাজ্যের কী অবস্থা-
কলকাতা-জলে ডুবে বেহালা, গার্ডেনরিচের একাংশ। বালিগঞ্জ ও আলিপুরের বেশ কয়েকটি এলাকায় হাঁটু জল। সেন্ট্রাল অ্যাভিনিউ জলময়৷ রবীন্দ্র সরণি, প্রণবানন্দ সরণি, এসপি মুখার্জি রোড, আলিপুর রোড, গড়ফা মেন রোড,কসবা বাইপাস কানেক্টরে জমে জল। জল জমে একবালপুর এলাকাতেও। জল জমে রয়েছে যাদবপুূরেও।
উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বাগমারি, বিধান সরণি, এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউও জলমগ্ন৷ ফুলবাগান, কাঁকুড়গাছিতেও জমে জল।
(আপনার এলাকায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশেন লিখে আমাদের খবর দিন)
--------------------------
হাওড়া- টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। প্রায় ১২টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন। কমবেশি জল জমে রয়েছে প্রায় ১০টি ওয়ার্ডে। রাজ্য সরকারের নতুন প্রশাসনিক সদর দফতর নবান্নর সামনেও জল ছবি। জল নামাতে বিভিন্ন জায়গায় পুরসভার তরফে চালানো হয়েছে বারোটি পাম্প।
(আপনার জেলায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশেনে লিখে আমাদের খবর দিন)
-----------------
দক্ষিণ শহরতলি- টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ শহরতলির সোনারপুর। সোনারপুর-রাজপুর পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। বারুইপুর সহ বেশ কিছু জায়গায় জল জমার খবর পাওয়া গিয়েছে। রাত থেকে বিদ্যুতহীন একাধিক এলাকা।(আপনার এলাকায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের খবর দিন)
-----------------------------
উত্তর শহরতলি- বরানগর, পানিহাটি, বেলঘরিয়া, খড়দহ, আগরপাড়া, সোদপুরের একাধিক জায়গায় জল জমার খবর পাওয়া গিয়েছে। সব চেয়ে বেশি জল পানিহাটির কয়েকটি অঞ্চলে।
(আপনার এলাকায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের খবর দিন)
---------------------------
পূর্ব মেদিনীপুর- টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা। একেই তো নন্দকুমার, তমলুক সহ একাধিক জায়গায় বন্যার জল এখনও নামেনি। তার ওপর নতুন করে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।
(আপনার জেলায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশেন লিখে আমাদের খবর দিন)
--------------
দক্ষিণ চব্বিশ পরগনা-দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় জলমগ্ন। বৃষ্টির জেরে সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। ফলে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে সুন্দরবন এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ফেরি সার্ভিস। জেলার একাধিক জায়গায় বিপর্যস্ত বিদ্যুত্ পরিষেবা। ডায়মন্ডহারবার পুর এলাকার একাধিক জায়গায় জল জমার খবর মিলেছে।
(আপনার জেলায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশেন লিখে আমাদের খবর দিন)
---------------
বর্ধমানের বর্ধমানের গলসিতে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির জেরে শুনশান বর্ধমান শহর। ঘর থেকে বেরোননি বহু মানুষ।
(আপনার জেলায় কোথায় কোথায় জল জমেছে নিচে কমেন্ট সেকশেন লিখে আমাদের খবর দিন)
--------------------------------------