কলকাতায় ডিজেলের বদলে গাড়িতে ভরা হল জল
তেলে জলে মিশ খায় না। তবে প্রজাতন্ত্র দিবসের সকালে রাজাবাজারে যা ঘটল তা এককথায় নজিরবিহীন। অভিযোগ, রাজাবাজারে একটি পাম্প থেকে ডিজেলের বদলে ভরে দেওয়া হয় জল। পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক।
তেলে জলে মিশ খায় না। তবে প্রজাতন্ত্র দিবসের সকালে রাজাবাজারে যা ঘটল তা এককথায় নজিরবিহীন। অভিযোগ, রাজাবাজারে একটি পাম্প থেকে ডিজেলের বদলে ভরে দেওয়া হয় জল। পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক।
শনিবার সকালে রাজাবাজারের এই পাম্প থেকে গাড়িতে ডিজেল ভরিয়ে রওনা দেন আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা অসীমা দত্ত। কিছুদূর গিয়েই আমহার্স্ট স্ট্রিটের কাছে দাঁড়িয়ে যায় গাড়িটি।
আমহার্স্ট স্ট্রিট পাম্পের কাছে এক মেকানিককে দিয়ে পরীক্ষা করাতেই জানা যায় ডিজেলের মধ্যে মেশানো আছে জল।
অসীমা দেবী জামাইকে সঙ্গে নিয়ে যান রাজাবাজারের সেই পাম্পে যান। নম্বর জোগাড় করে পাম্পের মালিক সুলগ্না চক্রবর্তীকে ফোন করেন অসীমা দেবীর স্বামী।
কিন্তু পাম্পমালিক উল্টে যাতা ভাষায় অপমান করেন অসীমা দেবীর স্বামীকে।
মহানগরীর বুকে পাম্পের এই নজিরবিহীন কীর্তির কথা জানিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন অসীমা দেবীর জামাই। পুলিস তেলের নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করেছে।