বাংলায় বিহার মডেলে ভোট, বিরোধীদের সুরে সায় কমিশনের, প্রত্যেক বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোট হোক বিহার মডেলে। ভোটাররা অবাধে বুথে যান। জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি করলেন বিরোধীরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্যের একাধিক আমলা, পুলিসকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছেন তাঁরা।
ওয়েব ডেস্ক: ভোট হোক বিহার মডেলে। ভোটাররা অবাধে বুথে যান। জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি করলেন বিরোধীরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্যের একাধিক আমলা, পুলিসকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছেন তাঁরা।
বিধানসভা ভোটের আগে সব রাজনৈতিক দলের কথা শুনতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
কমিশনে বিরোধীরা একসুরে
রাজ্যের বর্তমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই, ভোটারদের অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। বৃহস্পতিবার, মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদির কাছে একযোগে এই দাবি জানিয়ে এলেন বিরোধীরা। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পর বিরোধীদের তোলা অভিযোগ এড়িয়ে গেছে শাসকদল।
নির্বাচন কমিশনের কাছে বিগত ভোটের নানা তথ্য দিয়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন বিরোধীরা। লোকসভা নির্বাচনে কমিশনের পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৪-এর ভুল এবার হবে না। কমিশন তাঁদের এই আশ্বাস দিয়েছে বলে দাবি বিজেপির।