তৃণমূলকে ভোট দিলে মিলবে সারদার ক্ষতিপূরণের টাকা, শাসক দলের টোপ

তৃণমূলকে ভোট দিলেই পাওয়া যাবে সারদার ক্ষতিপূরণের টাকা। এভাবেই ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আমাতনতকারীদের অভিযোগ,গত কয়েকদিন ধরে নারকেলডাঙ্গা এলাকায় কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে এভাবেই প্রচার চালাচ্ছে তৃণমূলের লোকজন। এর প্রতিবাদে ১৪ তারিখ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ওই ওয়ার্ডের পুরপিতা প্রকাশ উপাধ্যায়।

Updated By: May 11, 2014, 09:20 AM IST

তৃণমূলকে ভোট দিলেই পাওয়া যাবে সারদার ক্ষতিপূরণের টাকা। এভাবেই ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আমাতনতকারীদের অভিযোগ,গত কয়েকদিন ধরে নারকেলডাঙ্গা এলাকায় কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে এভাবেই প্রচার চালাচ্ছে তৃণমূলের লোকজন। এর প্রতিবাদে ১৪ তারিখ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ওই ওয়ার্ডের পুরপিতা প্রকাশ উপাধ্যায়।

এদিকে, বেলঘরিয়ায় তৃণমূলের তাণ্ডব। সিপিআইএম অফিসে হামলা। বেলঘরিয়া সিপিআইএম অফিসেও হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আহত ৭ সিপিআইএম কর্মী। হাসপাতালে ভর্তি ৩ জন। ঘটনাস্থলে অসীম দাশগুপ্ত। এলাকায় প্রবল উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত। গোটা বেলঘরিয়া জুড়ে দাপিয়ে বেরাচ্ছে বাইক বাহিনী।

বেলঘরিয়া হামলায় গুরুতর আহত সিপিআইএম যুব নেতা সায়নদীপ মিত্র। তিনি ডিওয়াইএফআই এর সভাপতি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

.