ভোটের প্রচারে আমরা-ওরার অভিযোগ

লোকসভা ভোটের প্রচারের অনুমতি দিতেও আমরা-ওরা। রাহুল গান্ধীর কর্মিসভার জন্য কংগ্রেসকে পার্ক সার্কাস ময়দান ব্যবহারের অনুমতি দেয়নি কলকাতা পুরসভা। কিন্তু, শাসকদলের সভার জন্য দেওয়া হয়েছে বেহালার শরত সদন।

Updated By: Mar 22, 2014, 01:56 PM IST

লোকসভা ভোটের প্রচারের অনুমতি দিতেও আমরা-ওরা। রাহুল গান্ধীর কর্মিসভার জন্য কংগ্রেসকে পার্ক সার্কাস ময়দান ব্যবহারের অনুমতি দেয়নি কলকাতা পুরসভা। কিন্তু, শাসকদলের সভার জন্য দেওয়া হয়েছে বেহালার শরত সদন।

নেলসন ম্যান্ডেলার স্মরণসভার জন্য পুরসভার কাছে মোহরকুঞ্জ চেয়েও পায়নি বামেরা। এ বার, কংগ্রেসকে দেওয়া হল না পার্ক সার্কাস ময়দান ব্যবহারের ছাড়পত্র।
২৫, ২৬ ও ২৭শে মার্চ পার্ক সার্কাস ময়দানে কর্মিসভার জন্য কলকাতা পুরসভার অনুমতি চায় প্রদেশ কংগ্রেস।সরকারি সম্পত্তিকে ভোটের প্রচারে ব্যবহার করতে দেওয়া যাবে না। এই যুক্তিতে কংগ্রেসের আবেদন খারিজ করে দেয় কলকাতা পুরসভা।

মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, "উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জন্য কংগ্রেসকে পার্ক সার্কাস ময়দান ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।`` পার্ক সার্কাস ময়দান না মেলায় সেনাবাহিনীর অনুমতি নিয়ে ২৫শে মার্চ শহিদ মিনারে কর্মিসভা করছে কংগ্রেস।

কংগ্রেসকে অনুমতি না দেওয়া হলেও ২৩ শে এপ্রিল কলকাতা পুরসভার অধীন বেহালার শরত সদনে তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের চূড়ান্ত ছাড়পত্রও ইতিমধ্যেই এসে গেছে কলকাতা কর্পোরেশনে।

গোটা ঘটনায় পুরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় অস্বস্তিতে মেয়র। এই মুহূর্তে কলকাতা পুরসভার হাতে শরত সদন, মোহিত মঞ্চ ও উত্তম মঞ্চ - এই তিনটি প্রেক্ষাগৃহ রয়েছে। চাপে পড়ে বিতর্ক ধামাচাপা দিতে তিনটি হলকেই রাজনৈতিক দলের প্রচারের জন্য ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

.