Police Commissioner Of Kolkata: দায়িত্ব নিলেন বিনীত গোয়েল, অবসর সোমেন মিত্রের

পদোন্নতি হল রাজীব কুমারের।

Updated By: Dec 31, 2021, 08:30 PM IST
Police Commissioner Of Kolkata:  দায়িত্ব নিলেন বিনীত গোয়েল, অবসর সোমেন মিত্রের

নিজস্ব প্রতিবেদন: বর্ষশেষে লালবাজারে দায়িত্ব হস্তান্তর। কলকাতার পুলিস কমিশনার (CP) হিসেবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল (Vineet kumar Goyel)। শহরবাসীকে কোভিড বিধি (Covid Protocol) মেনে চলার বার্তা দিলেন তিনি। বললেন, 'সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। কলকাতাকে সুরক্ষিত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্ষবরণের রাতে পার্কস্ট্রিটে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। যদি কেউ মাস্ক না পরেন, তাহলে তাকে মাস্ক দেওয়া হবে'। 

তখন কলকাতার পুলিস কমিশনার ছিলেন রাজীব কুমার (Rajeev Kumar)। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হয়েছিল সোমেন মিত্রকে। কড়া হাতে ভোট পরিচালনা করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। কিন্তু সেবার ভোটের ফল প্রকাশের পর ফের রাজীব কুমারকেই পুলিস কমিশনার পদে ফিরিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন: New Year 2022: 'সুস্থ থাকুক বাংলা, বজায় থাকুক শান্তি-সম্প্রীতি', নতুন বছরের শুভেচ্ছা রাজ্যপালের

একুশের বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল ঘটে কলকাতা পুলিসে। অনুজ শর্মার বদলে পুলিস কমিশনার হন সেই সোমেন মিত্রই। চলতি বছরের শেষ দিনে অবসর নিলেন তিনি। সোমেন মিত্রের জায়গায় কলকাতার নয়া পুলিস কমিশনার হলেন বিনীত গোয়েল। রাজ্য পুলিসের STF-এর এডিজি পদে কর্মরত ছিলেন বিনীত। 

 

আরও পড়ুন: Covid in Kolkata: 'আগামী ১ মাস সঙ্কটজনক, বেড বাড়ান', বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্যসচিবের

এদিকে রাজ্য পুলিসে অতিরিক্ত ডিজি পদে কর্মরত ছিলেন কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার। এবার ডিজি-র পদমর্যাদা পেলেন তিনি। তবে, পদোন্নতি হলেও নতুন কোনও দায়িত্ব পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.