উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পীযুষকান্তি সাহা এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণাভ বসু মজুমদারের বিরুদ্ধে। পীষুষবাবুর অভিযোগ, ২০১০ সালে মাটিঘাড়া থানায় তাঁর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের হয়।

Updated By: Nov 8, 2013, 02:18 PM IST

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পীযুষকান্তি সাহা এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণাভ বসু মজুমদারের বিরুদ্ধে। পীষুষবাবুর অভিযোগ, ২০১০ সালে মাটিঘাড়া থানায় তাঁর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের হয়।
যদিও ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন রেজিস্ট্রার দিলীপ সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর গতবছর অতিরিক্ত চার্জশিট তৈরি হয়। তাতে পীযুষকান্তি সাহার নাম ঢোকানো হয়। এরপরই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি জানতে চান, আচার্যের অনুমতি ছাড়া কীভাবে চার্জশিটে তাঁর নাম ঢোকানো হল। গতকাল বিচারপতি জয়মাল্য বাগচীও রাজ্য সরকারের কাছে জানতে চান, ঠিক কীভাবে প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্ত হয়েছে। আগামী ২০ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই বিচারকের সামনে তদন্তকারী অফিসারকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

.