চিকিত্‍সায় গাফিলতি, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা

চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর বাড়ির আত্মীয়েরা তাঁদের মারধর করেছেন এই অভিযোগে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তাররা।

Updated By: Nov 8, 2011, 11:49 PM IST

চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর বাড়ির আত্মীয়েরা তাঁদের মারধর করেছেন এই অভিযোগে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তাররা। যদিও পরে কর্তৃপক্ষের তরফে নিরাপত্তার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।
যদিও মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন রোগীর বাড়ির আত্মীয়েরা। আজ অগ্নিদগ্ধ অবস্থায় শিরিন সওকত নামে এক মহিলাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রোগীর বাড়ির লোকের অভিযোগ, দীর্ঘক্ষণ এমার্জেন্সিতে ফেলে রাখা হয় শিরিনকে। সে ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে চার জুনিয়র ডাক্তার শিরিনের ভাইকে মারধর করেন বলে অভিযোগ। রোগীর পরিবারের তরফে ওই চার চিকিত্‍সকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

.