উত্তাল বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়

ছাত্রী অভিভাবকদের বিক্ষোভকে ঘিরে উত্তাল ঢাকুরিয়ার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। বিক্ষোভের জেরে এবার স্কুলের ছাত্রীদের পঞ্চম শ্রেণিতে সরাসরি ভজর্তির সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। অবশিষ্ট সিটগুলিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। স্কুল কর্তৃপক্ষের এই ঘোষণার পরই নতুন করে বিক্ষোভ ছড়ায় ওই স্কুলে।

Updated By: Nov 22, 2011, 04:00 PM IST

ছাত্রী অভিভাবকদের বিক্ষোভকে ঘিরে উত্তাল ঢাকুরিয়ার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। বিক্ষোভের জেরে এবার স্কুলের ছাত্রীদের পঞ্চম শ্রেণিতে সরাসরি ভজর্তির সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। অবশিষ্ট সিটগুলিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। স্কুল কর্তৃপক্ষের এই ঘোষণার পরই নতুন করে বিক্ষোভ ছড়ায় ওই স্কুলে। পঞ্চম শ্রেণিতে নিজের মেয়েকে ভর্তির জন্য যে সমস্ত অভিভাবক ওই স্কুলে ফর্ম জমা দিয়েছিলেন, এবার বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, আগের নিয়মেই ভর্তি করা হোক ছাত্রীদের। এই মর্মে তাঁরা প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে প্রতিবাদ জানাতে থাকেন। তখনই তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গতকালই স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করে যে পঞ্চম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। যদিও ডিআই অফিস থেকে এবিষয়ে কোনও সার্কুলার আসেনি। এর ফলে বিভ্রান্তি ছড়ায়। তবুও স্কুলের তরফে জানানো হয়, তারা রাজ্য সরকারের নিয়ম মেনেই ভর্তি করবেন। প্রতিবাদে, আজ সকাল থেকে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। প্রধান শিক্ষিকার ঘরের সামনে ধর্নায় বসেছে ছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুলে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। তার পরেও বিক্ষোভকারীদের দমানো যায়নি। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকদের দাবি ছিল, স্কুলে যেসব ছাত্রী ক্লাস ওয়ান থেকে পড়ছে, তাদের আগে ভর্তি নিতে হবে। তারপরে যে সমস্ত আসন খালি থাকবে, সেগুলিতে লটারির মাধ্যমে ভর্তি করুক স্কুল কর্তৃপক্ষ। শেষপর্যন্ত সেই প্রস্তাব মেনে নিলেও, নতুন করে শুরু হয় বিক্ষোভ।

.