অনুমতি ছাড়াই চলছে শহরের বেশিরভাগ এক্স-রে, আল্ট্র সোনোগ্রাফি ইউনিট
এক্স-রে, সিটি, ম্যামোগ্রাফি, ক্যাথ ল্যাব, আল্ট্রা সোনোগ্রাফির মত যন্ত্রগুলি বসানোর সময় কেন্দ্রের অ্যাটমিক এনার্জি রেগুলেটর বোর্ডের অনুমোদন প্রয়োজন। বেশিরভাগ বেসরকারি ডায়গনিস্টিক সেন্টার বিষয়টি জানেই না। পরিদর্শনে বেরিয়ে এমনই অভিজ্ঞতা বোর্ডের সদস্যদের। সরকারি হাসপাতালগুলির পর এবার অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের নজরদারিতে শহরের বেসরকারি হাসপাতাল ও ডায়গনিস্টিক সেন্টারগুলি।
বৃহস্পতিবার সকালে সল্টলেকের দুটি বেসরকারি ডায়গনিস্টিক সেন্টার এবং একটি হাসপাতালে হানা দেন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের সদস্যরা। বিধি না মানায় সল্টলেকের দুটি বেসরকারি ক্লিনিকের মধ্যে একটির এক্স-রে ইউনিট সিল করে দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে অন্য ক্লিনিককে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে হানা দিয়ে
চারটি ইউনিটকে সতর্ক করা হয়েছে।
সারা বছরই দেশজুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ডায়গনিস্টিক সেন্টার গুলিতে নজরদারি চালায় অ্যাটমিক এনার্ডি রেগুলেটারি বোর্ড। সোমবার কলকাতার হাসপাতালগুলি সম্পর্কে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবেন বোর্ডের সদস্যরা।