লেকটাউনের কাছে খাল থেকে উদ্ধার দুই যুবকের দেহ

লেকটাউনের কাছে খাল থেকে উদ্ধার হল দুই যুবকের দেহ। মৃতরা কেষ্টপুরের বাসিন্দা। মৃতদের নাম কার্তিক রায় ও স্নেহাশিস দাস। আজ সকালে তাদের দেহ ভাসতে দেখা যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে গতকাল সকালে তারা কেষ্টপুরের কাছে খালে নেমেছিল মাছ ধরতে। সেইসময় হঠাত্‍ বৃষ্টি শুরু হওয়ায় খালে জল বেড়ে যায়। জলের স্রোতেই ভেসে যায় দুই যুবক। মৃতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিস।

Updated By: Sep 4, 2016, 12:14 PM IST

ওয়েব ডেস্ক: লেকটাউনের কাছে খাল থেকে উদ্ধার হল দুই যুবকের দেহ। মৃতরা কেষ্টপুরের বাসিন্দা। মৃতদের নাম কার্তিক রায় ও স্নেহাশিস দাস। আজ সকালে তাদের দেহ ভাসতে দেখা যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে গতকাল সকালে তারা কেষ্টপুরের কাছে খালে নেমেছিল মাছ ধরতে। সেইসময় হঠাত্‍ বৃষ্টি শুরু হওয়ায় খালে জল বেড়ে যায়। জলের স্রোতেই ভেসে যায় দুই যুবক। মৃতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিস।

আরও পড়ুন- শহরের সব খবর

এদিকে, বসিরহাটে পর পর তিনটি বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দিল ডাকাতদল। প্রথন বাড়িতে ঢুকে তিন ভাইকে কুপিয়ে নগদটাকা, সোনা দানা নিয়ে চম্পট দেয় তারা। গুরুতর জখম অবস্থায়  তাদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর সংগ্রামপুর এলাকার আরও দুটি বাড়তিও লুঠপাট চালায় দুষ্কৃতীরা। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অন্যদিকে, বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের হাজিনগর এলাকার ঘটনা।  বিজেপি কর্মী সঞ্জয় সিংয়ের অভিযোগ, ২৯ অগাস্ট রাতে এলাকার তৃণমূল কর্মী সঞ্জয় সিং  দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়।  তাকে মারধর করা হয়। বাবার গায়ে অ্যাসিড ঢেলে দেয় দুষ্কৃতীরা। উল্টোদিকে বিজেপির বিরুদ্ধে পালা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল।  দুপক্ষই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে।  ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস।

.