জেসপকাণ্ডে দমদম থেকে দুজনকে গ্রেফতার করল সিআইডি
জেসপ কাণ্ডে একের পর এক মোড়। ভাগ্যিস মাত্র কয়েদিনের মধ্যে দু-দুবার আগুন লেগেছিল, মনে করছেন অনেকেই। না হলে যে , এতকিছু সামনে আসতো না! এবার জেসপকাণ্ডে গ্রেফতার আরও দুজন। দমদম থেকে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি । ধৃতদের নাম প্রদীপ নন্দী ও বিশ্বজিত্ কর্মকার। অপরাধমূলক ষড়যন্ত্র ও যন্ত্রাংশ পাচারে যুক্ত থাকার অপরাধেই তাদের গ্রেফতার করা হয়েছে।
![জেসপকাণ্ডে দমদম থেকে দুজনকে গ্রেফতার করল সিআইডি জেসপকাণ্ডে দমদম থেকে দুজনকে গ্রেফতার করল সিআইডি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/25/68848-jessop25-10-16.jpg)
ওয়েব ডেস্ক: জেসপ কাণ্ডে একের পর এক মোড়। ভাগ্যিস মাত্র কয়েদিনের মধ্যে দু-দুবার আগুন লেগেছিল, মনে করছেন অনেকেই। না হলে যে , এতকিছু সামনে আসতো না! এবার জেসপকাণ্ডে গ্রেফতার আরও দুজন। দমদম থেকে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি । ধৃতদের নাম প্রদীপ নন্দী ও বিশ্বজিত্ কর্মকার। অপরাধমূলক ষড়যন্ত্র ও যন্ত্রাংশ পাচারে যুক্ত থাকার অপরাধেই তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!
দাবি করেছে সিআইডি। এই নিয়ে জেসপ কাণ্ডে মোট পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে। আজও জেসপের দুই উচ্চপদস্থ আধিকারিককে তলব করেছে সিআইডি। ভবানীভবনে তাঁদের জেরা করা হচ্ছে।