খাস কলকাতায় বেনজির দুষ্কৃতী তাণ্ডব, সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা

৩৮ নম্বর রাজডাঙা মেন রোডে দম্পতির বাড়ি। একতলার ছাদের ঘরে দুই সন্তানকে নিয়ে থাকেন সুরজিত রায় ও মৌসুমী রায়। শনিবার গভীর রাতে ঘুমোতে যান। আর তখনই হামলা।

Updated By: Jan 14, 2018, 08:13 PM IST
খাস কলকাতায় বেনজির দুষ্কৃতী তাণ্ডব, সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা

নিজস্ব প্রতিবেদন:  কসবায় বেনজির দুষ্কৃতী তাণ্ডব। গভীর রাতে গৃহস্থের বাড়ির ছাদে উঠে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। বাধা দিতে গেলে দুরাউন্ড গুলি। থানায় অভিযোগ দায়ের। দুষ্কৃতীরা পলাতক।

খাস কলকাতায় গেরস্থের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ। শুধু তাই নয়, ছাদে উঠে ঘরের দরজায় অগ্নিসংযোগ করে দুই বাচ্চা সহ দম্পতিকে পুড়িয়ে মারার চেষ্টা। এরপর ২ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের। খাস কলকাতায় কসবাতেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এক কথায় ভয়ঙ্কর। পিছনের দরজা দিয়ে পালিয়ে রক্ষা পান সুরজিত ও মৌসুমীর পরিবার।

আরও পড়ুন: গাড়ি করে এসে হাসপাতালে ফেলে দেওয়া হল অর্ধনগ্ন মহিলার দেহ!

৩৮ নম্বর রাজডাঙা মেন রোডে দম্পতির বাড়ি। একতলার ছাদের ঘরে দুই সন্তানকে নিয়ে থাকেন সুরজিত রায় ও মৌসুমী রায়। শনিবার গভীর রাতে ঘুমোতে যান। আর তখনই হামলা।

মূল পাণ্ডা হিসেবে উঠে আসছে স্থানীয় দুষ্কৃতী মুন্না পাণ্ডের নাম। হামলায় অভিযুক্ত তার শাগরেদ বিধান সরকারও। পুরনো আক্রোশ থেকে হামলা বলে অভিযোগ।

আরও পড়ুন: রাত হতেই টালির চালে পড়ছে ইট, দিনেরবেলায় বাড়ি ভাঙচুর, পুরুষশূন্য এলাকা

হামলার পর থেকে মুন্না, বিধান সহ দলবল পলাতক। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিস জেনেছে, তারা দিঘায় রয়েছে। আতঙ্কে রয়েছে রাজডাঙার পরিবার। 

 

.