বিক্ষোভ ঠেকাতে ফরমান জারি তৃণমূলের

দলের মধ্যে বিক্ষোভ-বিদ্রোহ ক্রমশ মাথাচাড়া দেওয়ায় এবার লাগাম পরানোর কাজ শুরু করল তৃণমূল নেতৃত্ব। আগাম অনুমতি ছাড়া বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন না দলীয় নেতারা। এমনই  ফরমান জারি করল তৃণমূল কংগ্রেস।

Updated By: Dec 3, 2012, 09:42 PM IST

দলের মধ্যে বিক্ষোভ-বিদ্রোহ ক্রমশ মাথাচাড়া দেওয়ায় এবার লাগাম পরানোর কাজ শুরু করল তৃণমূল নেতৃত্ব। আগাম অনুমতি ছাড়া বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন না দলীয় নেতারা। এমনই  ফরমান জারি করল তৃণমূল কংগ্রেস।
এবিষয়ে অনুমতির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরামর্শও দেওয়া হয়েছে। এসএমএসের মাধ্যমে দলের শীর্ষনেতাদের কাছে এই নির্দেশ পৌঁছেও দেওয়া হয়েছে। সম্প্রতি দলের অন্দরের কলহ একের পর এক নেতা প্রকাশ্যে মুখ খোলায় অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। দলের একাংশের বিক্ষোভ যাতে বড় বিপদ ডেকে না আনে তাই এই ফরমান বলে মনে করছে রাজনৈতিক মহল।

.