তৃণমূলের সাংসদ তাঁকে ব্ল্যাকমেল করেছেন, অভিযোগ সুদীপ্তর

তৃণমূল নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলে সিবিআইকে ১৮ পাতার চিঠি দিয়েছেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। চিঠিতে অভিযোগ করেছেন, তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করেছেন। ব্ল্যাকমেলের অভিযোগ আনা হয়েছে অসমের এক মন্ত্রীর বিরুদ্ধেও।

Updated By: Apr 24, 2013, 03:56 PM IST

তৃণমূল নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলে সিবিআইকে ১৮ পাতার চিঠি দিয়েছেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। চিঠিতে অভিযোগ করেছেন, তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করেছেন। ব্ল্যাকমেলের অভিযোগ আনা হয়েছে অসমের এক মন্ত্রীর বিরুদ্ধেও।
ইতিমধ্যেই চিঠির প্রতিলিপি এসে পৌঁছেছে বিধাননগর কমিশনারেটে। চিঠিতে ২২ জনের নাম উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। এঁদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিকও রয়েছেন।
চিঠিতে কলকাতার এক বড় ফুটবল ক্লাবের কর্তারও নাম রয়েছে। সিবিআইকে লেখা চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছেন, সরকারি আশ্বাসে বিভিন্ন প্রকল্প কিনতে বাধ্য হন তিনি।
অন্যদিকে শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠল সারদা গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তের। আজ তাকে জেরা করে পুলিস। সোমনাথ দত্ত সল্টলেক পুরসভার ভাইস চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।
সূত্রের খবর সল্টলেক পুরবোর্ড গঠনের পর কলকাতার একটি পাঁচতারা হোটেলে পার্টির আয়োজন করেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। তৃণমূল কংগ্রেসের জয়ী কাউন্সিলরদের নিয়ে সেই  পার্টির আয়োজনের যাবতীয় দায়িত্ব সোমনাথ দত্তের ওপরেই ছিল বলে জানা গেছে।
সূত্রের খবর, এছাড়াও একাধিকবার সল্টলেকের পাঁচতারা  হোটেলে পার্টি দেন সারদা গোষ্ঠীর কর্ণধার। সেই সব পার্টিরও দায়িত্ব এই সোমনাথ দত্তই সামলেছিলেন বলে জানা যাচ্ছে। 
তবে তৃণমূল নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলে সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের চিঠির অস্তিত্ব নিয়েই সংশয় প্রকাশ করলেন সৌগত রায়। আমানতকারীদের টাকা ফেরত  দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের ৮ সাংসদ। যেই দুজন তৃণমূল সাংসদের নামে ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছেন সুদীপ্ত সেন তাঁদের অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে চিঠিতে। ৮ সাংসদ ছাড়াও কিছু মন্ত্রীও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।  

.